আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাইব্যুনাল হাজতে কামারুজ্জামান-কাসেম কোলাকুলি

বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতে দেখা হয় এই দুই জামায়াত নেতার,একাত্তরে যারা ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী আল বদর বাহিনীর নেতা।
ট্রাইব্যুনালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য ও প্রসিকিউশনের কর্মীরা জানান, সকাল সাড়ে ৯টায় কামারুজ্জামানকে ট্রাইব্যুনালের হাজতে আনা হয়।এসময় যুদ্ধাপরাধের অন্য একটি মামলায় মীর কাসেমকে সেখানে রাখা হয়।
হাজতে দুজন নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলেন।হাজত থেকে বেরোনোর সময় মীর কাসেমের সঙ্গে কোলাকুলি করে টাইব্যুনালের এজলাসের উদ্দেশ্যে রওয়ানা হন কামারুজ্জামান।
যুদ্ধাপরাধের মামলায় রায় ঘোষণার আগের দিন বুধবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনা হয় কামারুজ্জামানকে।
আর জামায়াতের নির্বাহী কমিটির সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.