আমাদের কথা খুঁজে নিন

   

চুপ থাকো শিশুরা

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। হংকংয়ের একটি আদালত খেলার মাঠে শিশুদের উচ্চস্বরে গোলযোগ না করার নির্দেশ দিয়েছে। খবরে প্রকাশ ল্যানতাউ ইন্টারন্যাশনাল স্কুলের খেলার মাঠে শিশুরা প্রচণ্ড হইচই করে বলে ২০০৯ সালে এক প্রতিবেশী আদালতে মামলা দায়ের করেন। গতকাল আদালত ওই প্রতিবেশীর পক্ষে রায় দিয়ে বলেছে, স্কুল কর্তৃপক্ষকে শব্দ ৬০ ডেসিবলের নিচে রাখতে হবে, অন্যথায় এক লাখ হংকং ডলার জরিমানা (১২ হাজার ৯০০ মার্কিন ডলার) জরিমানা দিতে হবে। স্কুল কর্তৃপক্ষ বলেছে, আদালতের এই রায় শিশুদেরকে মাঠে মুখ বন্ধ করে রাখতে বলা কিংবা কোনো খরগোশকে লেটুস পাতা খেতে বারণ করার মতো। ইতঃপূর্বে এক সমীক্ষায় দেখা যায়, ওই প্রতিবেশীর বেডরুম পর্যন্ত স্কুলমাঠের শব্দের মাত্রা দাঁড়ায় ৬২ ডেসিবল। সূত্র : এএফপি। And DailyNayadiganta


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।