আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজন সংবিধান সংশোধন।

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সংবিধান সংশোধন করা খুবই প্রয়োজন। আমার বিশ্বাস নিচে উল্লেখিত পদক্ষেপ গুলো ধারাবাহিক ভাবে কার্যকর করতে পারলে আমরা আর একটি ওয়ান ইলেভেন কিংবা সামরিক শাসন চিরতরে রুখে দিতে পারব। পদক্ষেপগুলো হল- ১) সর্ব প্রথম যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং কার্যকর করতে হবে। ২) জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। ৩) জামাতের সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সরকার কর্তৃক বাজেয়াপ্ত করে সম্পূর্ণ নতুন ব্যবস্থাপনা পর্ষদ দ্বারা পরিচালনা করতে হবে।

৪) বাংলাদেশকে দু'টি প্রদেশে ভাগ করতে হবে। উত্তর প্রদেশ এবং দক্ষিন প্রদেশ। প্রদেশ দু'টি হবে স্বায়ত্ব শাষিত। সর্বময় ক্ষমতার অধিকারী হবেন প্রদেশের প্রধান ব্যক্তি। উত্তর প্রদেশের শাষন ভার থাকবে বংশানুক্রমে শেখ পরিবারের উপর এবং রাজধানী হবে গোপালগঞ্জ।

দক্ষিন প্রদেশের শাষন ভার থাকবে বংশানুক্রমে জিয়া পরিবারের উপর এবং রাজধানী হবে বগুরা। (পাঁচ বছর পর পর ইলেকশনের খরচ বেচে যাবে) - এ ক্ষেত্রে আমরা রাজত্ন্ত্র চালু করবো। ৫) ঢাকা বাংলাদেশের রাজধানী হিসেবে উভয় প্রদেশের আওতামুক্ত থাকবে এবং সরাসরি রাষ্ট্রপতি দ্বারা নিয়ন্ত্রত হবে। রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছরের জন্য সরাসরি জনগনের ভোটে নির্বাচিত হবেন। ৬) দেশে আইন পরিষদ থাকবে মোট তিনটি।

কেন্দ্রের আইন পরিষদ গঠিত হবে সরাসরি জনগনের ভোটে নির্বাচিত এমপিদের দ্বারা। তাদের মধ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ গঠিত হবে। - এ ক্ষেত্রে আমরা গনত্ন্ত্র চর্চা করবো। ৭) উভয় প্রদেশের একটি করে আলাদা আইন পরিষদ থাকবে। এই আইন পরিষদগুলো পরিচালিত হবে সম্পূর্ণ সমাজতান্ত্রিক পদ্ধতিতে।

মন্ত্রি, এমএলএ এবং নেতা নির্বাচিত হবে সমাজতান্ত্রিক পদ্ধতিতে। - এ ক্ষেত্রে আমরা সমাজত্ন্ত্র চর্চা করবো। ৮) সামাজিক এবং পারিবারিক আইন কানুনগুলো পরিচালিত হবে যার যার ধর্মে উল্লেখিত বিধান মতে। বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ তাই - এ ক্ষেত্রে আমরা শরিয়া আ্ইন চর্চা করবো। ৯) বর্তমানে আলোচ্য ইস্যু - নাস্তিকদের জন্য একটি নাস্তিক বোর্ড গঠন করে তাদের জন্য প্রয়োজনীয় আইন কানুন নির্ধারণ কর নিতে হবে।

তবে সব কিছুর আগে দেশের সবাই মিলে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেবার পর লাশগুলোসহ জামাত শিবিরের বাকিসব বুইড়া-ধারী এবং ছাওপোনাগুলারে বঙ্গপোসাগরের জলসীমা পার করে ফাকিস্তানে রপ্তানী করে দিতে হবে। আমার কেন জানি মনে হয়, এ পদক্ষেপ গুলো গ্রহন করলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসন সম্ভব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.