আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ূণ আহমেদ ও জাফর ইকবাল স্যারের মিলিত সাক্ষাৎকার নিলাম আমি !!!!

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে গত পোষ্টেই বলেছিলাম যে আমার বোবা ধরার রোগে (স্লিপ প্যারালাইসড) হয়েছে । সেখানে সহ-ব্লগারদের বিভিন্ন পরামর্শে সত্যই উপকৃত হয়েছি । ওই পোস্ট দেওয়ার পরে গতকাল আবার এই সমস্যাটা অনুভব করলাম তবে এইবার আমি দুঃখিত না মহাখুশি হয়ে গেছি !!!! কারণ গতকাল আমি প্রখ্যাত দুই লিখক হুমায়ুন আহমেদ এবং জাফর ইকবাল স্যারের সাক্ষাৎকার নিয়েছি !!! স্বপ্নের রঙ থাকে না বলেই আমরা জানি কিন্তু তারপরেও স্বপ্নগুলো আমাদের কাছে অনেক বেশি বর্ণিল মনে হয় । আজ পরিক্ষা ছিল তাই এমনিতেই অনেক চিন্তিত ছিলাম। গতকাল দুপুরে কখন যেন বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম নিজেও টের পাই নি ।

হুট করে দেখলাম হুমায়ুন আহমেদ স্যার আমার হলের বিছানায় বসে আছেন !! আমি একটুও অবাক হলাম না , স্যারের পড়নে একটা পাঙ্গাবি । আমি স্যারকে সম্ভবত শুয়ে শুয়ে প্রশ্ন করছিলাম !! আমার মাথায় একবারও আসছিল না এসব কল্পনাতেই সম্ভব । তারচেয়েও মজার ব্যাপার ঘটল যখন দেখলাম এখানে শ্রদ্ধ্বেয় জাফর ইকবাল স্যার এসে উপস্থিত হয়েছেন । তার পড়নে একটা লাল রঙের পাঙ্গাবি !! স্যার হুমায়ণ স্যারের সাথে বসলেন । তারপরে আমাকে আর প্রশ্ন করতে হলো না আমি যেন শুধু মুগ্ধ শ্রোতার মতো তাদের কথাগুলো শুনছিলাম !! দুইজন প্রথম কুশল বিনিময় করে কথা শুরু করলেন ।

হুমায়ূন আহমেদ কি এক প্রসঙ্গে কিছু একটা বললেন , তারপর ইকবাল স্যারকে বললেন, "দেখো , আমার কথায় তোমার বইয়ের কিছু কথা বলে ফেললাম !! কিছু মনে করো না !!!" জাফর ইকবাল স্যারের মুখোমুখি অবশ্য আমি বসিনি !! বসলে কত্ত ভালো হতো !!! ইকবাল স্যার হাসছিলেন খুব । তারপরে কোত্থেকে কোথায় চলে গেলো স্বপ্ন আমি বুঝতেও পারলাম না !! দেখলাম সেখানে কিছু ছেলে একটা স্লাইড শো করার চেষ্টা করছে আর আমার দুই মহান অতিথি আমাকে কিছু না বলেই চলে গেলেন । তবে আমি এত্ত আনন্দ পেয়েছি যে বলে বুঝাতে পারবো না কারণ আমার কাছে তাদের দুজনকে কাছে পাওয়া মোটামোটি স্বপ্ন বলা চলে । কে জানে প্রিয় সহ-ব্লগারগণ এমনও হয়তো হতে পারে , হুমায়ূন স্যার আমাদের মাঝে ফিরে এসে ঠিক এমন একটি সাক্ষাৎকার দিবেন আর আমি হয়তো সত্যি সেই সাক্ষাৎকারের সঞ্চালক থাকবো !! আমার স্বপ্ন স্বপ্নই থাক কোন সমস্যা নেই কিন্তু আমাদের মাঝে যেন ভালো হয়ে ফিরে আসেন আমাদের অনেকের প্রিয় এই লিখক সেই আশা করছি । এমন স্বপ্ন যাতে বারবার দেখি সেই আশা করি আমি আর আমার স্বপ্নের প্রতিটি মানুষ আমাদের ভালোবাসার মানুষ হয়ে সবার মাঝে বিরাজ করুক সেই প্রার্থনা , সেই দোয়া করি ।

প্রসঙ্গত , গত কিছুদিন ধরেই আমার আর.জে বা উপস্থাপক হওয়ার তীব্র ইচ্ছা জাগ্রত হয়েছে । জানি না আমার সেই যোগ্যতা আদৌ হবে নাকি । তবে আমার এই ইচছা পূর্ণ হলে আমি আমার স্বপ্ন সার্থক করে তুলতে পারবো বলে আশা করি !! কেউ যদি এই ব্যাপারে সাহায্য করতে পারেন তাহলে দয়া করে বলবেন ?? ভালো থাকবেন সবাই । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।