আমাদের কথা খুঁজে নিন

   

শুধু একবার

শুধু একবার -------- চাঁদের আলোর বন্যা। নির্জন এই দ্বীপে থাকি আমি একা গভীর রাতের-ব্যথা আর সুখ নিয়ে বুকের পাঁজরে আমি করি হাটা-হাটি। পাথরের সোপানে গিয়ে চোখ বুজে বসি রিনিঝিনি শব্দে ভেঙ্গে যায় ধ্যান কাঁচের চুড়িতে কে এতো-সুর তোলে? সচকিত এই আমি তাকাই দশদিক ঝিরিঝিরি হাওয়া বহে পানিতে ঢেউ ভেসে আসে সুমধুর হাসির আওয়াজ ব্যাকুল আমি দিশেহারা এসেছে কী কেউ, নেমেছে কী দেবী আজ ধূলার ধরায়? কথা বল দেবী-তুমি শুধু একবার উত্তরে আরো হাসি বুক ভাঙ্গা রেশ বাতাসে মিলিয়ে যায়, নিরন্ত কানে বাজে । হৃদয়টা ভেঙ্গে যায়, আমি নিঃশেষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.