আমাদের কথা খুঁজে নিন

   

✔ যুক্তরাষ্ট্রের হুমকি স্বত্বেও ফিলিস্তিনকে ইউনেসকোর পূর্ন সদস্য ঘোষনা

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই.. প‌্যারিসের ইউনেসকো সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে ৩৬ তম আর্ন্তজাতিক অধিবেশন। চলুন ঘুরে আসি ইউনেসকো থেকে.. ইউনেসকোর ১৯৩টি সদস্য রাষ্ট্রের সবাইকে এই অধিবেশনে আমন্ত্রন জানানো হয়েছিল এবং প্রত্যেক দেশের জন্য স্থান নির্ধারিত ছিল। আমন্ত্রনপত্র পেয়ে অধিবেশনে যোগ দেয়ার সুযোগ হয়েছিল। বাংলাদেশের পক্ষে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সহ কর্মকর্তা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং আমরা দুই টিভি চ্যানেলের প্রতিনিধি। প্রায় প্রত্যেকটি দেশের শিক্ষা/ সাংস্কৃতিক মন্ত্রীরা এই অধিবেশনে যোগ দিয়েছেন এবং তাঁদের বক্তব্য উপস্থাপন করেছেন।

অনুষ্ঠানের শুরুতে চমক ছিল সদ্য স্বাধীন দেশ দক্ষিন সুদানের ইউনেসকোর সদস্যপদ পাওয়া। এসময় অন্যান্য সদস্য দেশগুলো দক্ষিন সুদানকে স্বাগত জানায়। সুদানের সংস্কৃতি মন্ত্রী তার দেশের পতাকা ১৯৩টি দেশের পতাকার সাথে যুক্ত করলে ইউনেসকো মহাপরিচালক বলেন এখন আমাদের সদস্যভুক্ত দেশ ১৯৪ টি। আর আজ ইউনেসকো ঘোষনা দিয়েছে ফিলিস্তিন নতুন সদস্য এবং এখন থেকে ইউনেসকোর সদস্য সংখ্যা ১৯৫। ইউনেসকো যেহেতু জাতিসংঘের একটি সহযোগী সংস্থা তাই যুক্তরাষ্ট্র কিছুদিন আগে হুমকি দিয়েছিল যদি ফিলিস্তিনকে জাতিসংঘ সদস্যপদ দেয় তাহলে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ থাকবে।

ইউনেসকোর সদর দপ্তর প‌্যারিসে আর ফ্রান্স সরকারও ফিলিস্তিনকে সদস্যপদ দিতে নারাজ ছিল। ভোটাভোটিতে ফিলিস্তিনের পক্ষে ছিল ১০৭ ভোট আর বিপক্ষে পড়েছে মাত্র ১৪ ভোট এছাড়া বাকি ৫২টি দেশ ভোট দানে বিরত ছিল। এ চেষ্টায় সফল হওয়ায় রাষ্ট্র হিসাবে জাতিসংঘের স্বীকৃতি লাভে ফিলিস্তিনের পথ আরো প্রশস্ত হলো। ইউনেসকো প্রতি দুই বৎসর পর পর অনুষ্ঠিত এই অধিবেশনে মূলত আগামী দিনের বাজেট, কৌশল নির্ধারন, শিক্ষার প্রসার ও বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ন সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। বাংলাদেশ গত অধিবেশনে ইউনেসকোর ৫৮ জন কার্যনিবাহী কমিটির সদস্য দেশগুলোর মধ্যে ৪ বছরের জন্য নির্বাচিত হয়েছিল।

অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেসকো মহাপরিচালক ইরিনা বুকুবা'র সাথে সাক্ষাত করেন। এসময় শিক্ষমন্ত্রী বলেন আমাদের দেশে আগামী মার্চ মাসে ৪৫ টি দেশের সাংস্কৃতিক বৈচিত্র/ বহুমুখিতা নিয়ে একটি সন্মেলন হবে সেই সন্মেলনে ইউনেসকো মহাপরিচালক বাংলাদেশে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। এছাড়া বাংলাদেশকে কারিগরী ও ভোকেশনাল শিক্ষার ক্ষেত্রে ইউনেসকো সহযোগীতা করার ব্যাপারেও মত দিয়েছেন। প‌্যারিসের ইউনেসকো সদর দপ্তর থেকেই আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের ঘোষনা এসেছিল তাই ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের অনেক দিনের দাবী একটি স্থায়ী শহীদ মিনার নির্মানের ব্যাপারে শিক্ষা মন্ত্রী ইউনেসকো মহাপরিচালকে অনুরোধ করেছেন। মন্ত্রী জানিয়েছেন চলতি অধিবেশনেই এব্যাপারে সিদ্ধান্ত হতে পারে... ২৫শে অক্টোবর থেকে শুরু হওয়া এই অধিবেশন চলবে ১০ ই নবেম্বর পর্যন্ত।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।