আমাদের কথা খুঁজে নিন

   

Facebook এ কীভাবে ফেইক প্রোফাইলগুলোকে চিহ্নিত করবেন?

"লেখার চেয়ে পড়ি বেশি, বলার চেয়ে শুনি বেশি" Facebook হলো কোটি কোটি মানুষের একটা সোসাইটি। তাই এটা খুবই স্বাভাবিক যে, এখানে কিছু দুষ্ট লোক থাকবেই। এইসব দুষ্ট লোকদের বেশীরভাগই তাদের লক্ষ পূরনের জন্য Fake profile ব্যবহার করে। Fake profile ব্যবহারকারীরা বেশীরভাগ সময়ই spam এবং অনিরাপদ ওয়েবসাইটের লিঙ্ক ছড়ায় । তাই এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে নিরাপদে থাকার জন্য এইসব জাল প্রোফাইলগুলোকে চিহ্নিত করা খুব গুরুত্বপূর্ণ।

কীভাবে এইসব জাল প্রোফাইলগুলোকে চিহ্নিত করবেন? যখন ফেইক প্রোফাইলগুলোতে খেয়াল করবেন- প্রোফাইলটি খোলাঃ বেশীর ভাগ অ্যাকাউন্ট পুরাপুরি খোলা থাকে। আপনি তার wall post, আপলোড করা ছবিগুলো সহজে দেখতে পারবেন। ফেইক প্রোফাইল ব্যবহারকারী চায় আপনি যেন তার সাথে যোগাযোগ করেন। কম ছবিঃ ফেইক প্রোফাইল ব্যবহারকারীর জন্য অরিজিনাল ছবিগুলো যোগাড় করা খুব কঠিন। বেশীরভাগ ক্ষেত্রেই আপনি ফেইক প্রোফাইলে মাত্র একটা ছবি অথবা অন্য ব্যক্তির ছবি, দেশী-বিদেশী নায়ক নায়িকা ও জনপ্রিয় ব্যক্তিদের ছবি, কার্টুন ছবি, প্রাকৃতিক দৃশ্যর ছবিগুলো দেখতে পাবেন।

কম যোগাযোগঃ আপনি ফেইক প্রোফাইল ব্যবহারকারীর বাস্তব জীবন সম্পর্কিত যোগাযোগগুলো দেখতে পাবেন না। সেখানে অনেক কম status updates পাবেন অথবা অবাস্তব status updates পাবেন। আপনি যদি তার কোন post বা ছবিতে comments করেন, বেশীরভাগ ক্ষেত্রেই কোনও প্রতিউত্তর পাবেন না। হাজারো বন্ধুঃ ফেইক প্রোফাইল ব্যবহারকারীরা যেহেতু অনেক বেশী মানুষের সাথে যোগাযোগ করতে চায়, আপনি তাদের একাউন্টে সাতশো-আটশো বা হাজারের উপর friends দেখতে পাবেন। বেশীরভাগ ক্ষেত্রেই ফেইক প্রোফাইলগুলো মেয়েদের নামে করা হয় এবং প্রোফাইল এর Info তে মিথ্যা ও বানোয়াট তথ্য দেয়া থাকে।

একাউন্টগুলো যেহেতু বেশীরভাগ ক্ষেত্রেই মেয়েদের নামে করা হয়, একাউন্টের friends list এ বেশীরভাগ ছেলেবন্ধুদের খুঁজে পাবেন। সতর্কবানীঃ সাধারণত এইসব বৈশিষ্ট্য থাকলে একটা ফেইসবুক একাউন্টকে fake বা জাল বলা যায়। তারপরও আসল একাউন্টগুলোতে এই বৈশিষ্ট্যগুলো থাকতে পারে। কারন, আপনারা জানেন, মানুষের আচরণগুলোকে নিয়ে ভবিষ্যতবানী করা যায় না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.