আমাদের কথা খুঁজে নিন

   

Gmail থেকে Facebook ব্রাউজ : Gmail-এ Facebook যুক্ত করুন মাত্র কয়েকটি স্টেপ-এ

সময় খুব কম, যত পারেন ভালো কাজ করুন আমরা খুব সহজেই আমাদের জিমেইল একাউন্ট থেকে ব্রাউজ করতে পারি। আর এটা আমরা করতে পারি জিমেইলের Google Labs experiement “Add any gadget by URL”-এর মাধ্যমে। আসুন নিচের ধাপগুলো অনুসরণ করে আমরা জিমেইলে Facebook যুক্ত করি। ১. প্রথমে আমরা আমদের একাউন্টে Log in করি। ২. মেইলের ডান পাশের উপরে আমার নামের পাশে "Options" থেকে "Mail Settings"-এ যাই।

৩. "Labs" ট্যাবে ক্লিক করি। ৪. "Add any gadget by URL" Gadgetটির Enable-এ ক্লিক করি। ৫. এখন "Mail Settings"-এ "Gadgets" নামে নতুন একটি ট্যাব পাওয়া যাবে। সেখানে ক্লিক করি। ৬. এখন "Add a gadget by its URL:" লেখার নিচের বক্সে এই লিংটি "http://hosting.gmodules.com/ig/gadgets/file/104971404861070329537/facebook.xml" পেস্ট করে Add-এ ক্লিক করে Save করি।

৭. ব্যাস হয়ে গেল, এখন আপনার জিমেইল একাউন্টের বাঁ পাশের Sidebar-এ Facebook-এর Gadget যুক্ত হয়ে গেছে। ৮. এখন সেই Gadgetটির "Expand" বাটনে ক্লিক করলে আপনি Facebook Connect button এর মাধ্যমে Facebook আপডেট দেখতে পাবেন। উপভোগ করুন -এ  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।