আমাদের কথা খুঁজে নিন

   

চুপ মেরে যাওয়া সেলিব্রিটিদের চাইতে রানা প্লাজার রানার পক্ষে কিংবা গোলাম আজমের পক্ষে সাফাই গায় যে লোকগুলো তারা অনেকগুণে ভাল

ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না যখনই রাজনৈতিক/সামাজিক/ধর্মীয় কোন বিতর্কিত বিষয় সামনে চলে আসে তখনই ব্লগ,ফেবুর অনেক সেলিব্রিটিসহ সুশীল সমাজের অধিকাংশই চুপটি মেরে যায় কিংবা এমনভাবে কথা বলে যেন তা কারো পক্ষে বা বিপক্ষে না যায়. অনেকে অবশ্য দেরীতে এসে স্রোত যেদিকে বইছে সেদিকে কথা বলে. মনে রাখবেন এইসব সেলিব্রিটি যা বলে বা করে সব তাদের নিজের স্বার্থে !!! তাদের কম্মকান্ড কখনোই বৃহৎ জনগোষ্ঠীর সত্যিকার কল্যাণের পক্ষে নয়. হঠাৎ করে চুপ মেরে যাওয়া এই সেলিব্রিটিদের চাইতে রানা প্লাজার রানার পক্ষে কিংবা গোলাম আজমের পক্ষে সাফাই গায় যে লোকগুলো তারা অনেকগুণে ভাল একারনে যে তারা জানে এই সাফাই গাওয়ার জন্য জনগণ তাকে মন্দ বলবে তবুও তারা তাদের মনের কথা প্রকাশ করে, জনগণও এদের ব্যাপারে একটা স্পষ্ট ধারনা পায় কিন্তু চুপ মেরে যাওয়া ব্লগ,ফেবুর সেলিব্রিটিরা বিপদজনক কারন তারা শুধু নিজেদের সুনাম,সুখ্যাতি,জশের কথা চিন্তা করে.... বৃহৎ জনগোষ্ঠীর সত্যিকার কল্যাণের কথা নয়.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।