আমাদের কথা খুঁজে নিন

   

এবার কোটা রক্ষার দাবিতে আন্দোলন??????(কুত্তা লীগ আর রাজাকারের পোলারা মনে হয়)

আমি সিওর এই হারামিগুলান রাজাকারের পোলা & কুত্তা লীগ। । আর নাইলে UNWANTED PRIVILEGE এর জন্য রাস্তায় নামতনা। নিজেদের কে তারা মেধাবী দাবি করছে। আরে ব্যাটা তোরা যদি মেধাবী হবি তাইলে তোগো আবার কোটা লাগে ক্যান???????????? মুক্তিযোদ্ধারা কোটার জন্য যুদ্ধ করে নাই।

কালকে অনেক মুক্তিযোদ্ধার সন্তান্দের দেখলাম যারা বিসিএস এ চান্স পায়নাই , তারপরো তারা বলতেসে যে এই হারামী কোটার দরকার নাই। তাইলে এখন বুইঝা লন কারা এই কোটার পক্ষে আন্দোলন করতাসে। বিসিএসসহ সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনের দুই দিন পর এবার কোটা রক্ষার দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এ দাবিতে আজ বেলা ১১টায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ও ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ নামে দুটি সংগঠন। কোটা বাতিলের দাবিতে আন্দোলনকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে এ সময় সংগঠন দুটির নেতারা সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিবিরের পাতানো ফাঁদে পা দেবেন না।

মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ ভাগ এই কোটা কারও করুণা নয়। নেতারা আরও বলেন, মুক্তিযোদ্ধার সন্তানেরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মেধার পরিচয় দিচ্ছে। গত ১৯৯৬ সালে এই কোটা পদ্ধতিতে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পেতে শুরু করে। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় আসার পর তা কাগজে-কলমে থেকে যায়। তত্ত্বাবধায়ক সরকার আমলে একশ্রেণীর সুবিধাবাদী আমলার ইন্ধনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামে।

কিন্তু পাল্টা প্রতিবাদ জানালে তারা পিছু হটে যায়। সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির দাবি করেন, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের সবাই মুক্তিযোদ্ধার সন্তান। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘৩৪তম বিসিএসে ফল প্রকাশের পর পুনর্মূল্যায়নের দাবিতে যে আন্দোলন শুরু হয়, প্রথমে এটি সম্পর্কে আমরা বুঝতে পারিনি। কিন্তু গতকাল বৃহস্পতিবার থেকে তাদের দাবি সহিংসতায় রূপ নেয়। তাই আমরা আজ রাস্তায় নেমে এসেছি।

’ তিনি বলেন, আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.