আমাদের কথা খুঁজে নিন

   

খুঁজে নিও জ্বল জ্বল তারা মাঝে নিভু নিভু মোরে-----

অচেনা মানুষ ঝরে বারি, ঝরে আবেগ, ঝরে আশা, ঝর সখি এ মনে হয়ে ভালোবাসা। ছুঁয়ে গেছ অশ্রু অপলক চেয়ে চেয়ে ছুঁয়ে যেতে মন কাঁপা কাঁপা ঠোঁটে, অধরা সুখগুলি- ছিল ভাসা ভাসা গাঢ় শ্বাসে, ধিরে ধিরে আঁখি বুজে আসা। যদি পড়ে মনে কখনও, কোন এক রাতে তুমি হেসেছিলে লাজে, মাথা পেতে বুকে, মনে রেখ আমাদের মুহূর্তের নিষিক্ত প্রেম খেয়ালী বখে যাওয়া স্মৃতির সুতীব্র সুখগুলি। আমি আজও কাঁদি বরষায় সিক্ত এ দেহে দুরে তুমি - দুরে আঁখি, তবু থাকি চেয়ে, ঝর সখি এ মনে বারি হয়ে দুঃখে, নেমে এস মনে প্রানে, নেমে এস দেহে। কত কাছে তুমি - কত ভালবাসা, কত নিরবতা - কত অমানিশা, এস বরষায় - এস তুমি কাছে, ভেসে যেও আঁখি জলে সমাধির পাশে, লিখে যেও চিঠি মনের গহিনে - চুপি চুপি, যদি না লিখি তোমায় - কেঁদনা সখি পড়ে নিও নতুন করে পুরোনো চিঠি, চেয়ে থেক শরৎ এর রাতে কোন তরার পানে, হয়ত পাবে-------------- খুঁজে নিও জ্বল জ্বল তারা মাঝে নিভু নিভু মোরে। ২২/০৯/২০০৬ ইং খুলনা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।