আমাদের কথা খুঁজে নিন

   

খুঁজে খুঁজে ক্লান্ত করি নীরব প্রহর

আহসান জামান

এইসব খুঁটিনাটি ইচ্ছের বেদনায় অসংখ্য যোগ আর বিয়োগের পর সেই এক পালাগানের সুর ধরে ফিরে যাই পুরানো বসতভিটেয় - বেড়ে ওঠা পরগাছায় শ্যামল মেঠোপথ, থমকে দাঁড়াই একা; জীবনের বহুপথ হেঁটে হেঁটে শ্রান্ত সামান্য নতমুখী মানুষ, আমি। চেনাজানা পুকুরের পাড় আর বর্ষাকদমের ঘ্রাণে থৈথৈ জলের মিছিলে আজও স্পষ্ট হতে থাকে অবশেষে, ভোরের সূর্যের মতো জেগে ওঠে দু:খ একাকার; সন্নিহিত করে দেয় এক পৌরাণিক গল্পের আয়োজন। কন্ঠে, গোপনস্বরের নীচে ডুবে থাকা চাপাকান্নার হ্রদ আধাঁরেও জেগে ওঠে জলজ কালভার্টে। হৈ হৈ মাঠের ভীড়ে বিচিত্র মানুষের মানচিত্র, মিশ্রিত দ্রোহে টানে, দু'চোখ; খুঁজে খুঁজে ক্লান্ত করি নীরব প্রহর।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।