আমাদের কথা খুঁজে নিন

   

এসো নিজে করি।

আমরা প্রায় সকলেই সকল সময় নিজের কাজ ঠিক মত না করে অন্যে কি করছে, অন্যে কি বলছে, ও কেন এটা করলো না এ সব বলে বা করে থাকি। আমার মতে এটা ঠিক না। আপনাকে এসো নিজে করি পদ্ধতিতে কাজ করতে হবে। পাখিকে কি আল্লাহ পাখির বাসায় খাবার পৌছে দেয়? পাখিকে ডানা মেলে খাবারের সন্ধানে বেড় হতে হয়। অনেক কষ্ট করে খাবার জোগার করতে হয়।

আমরা মানুষ যদি ভাবি যে আল্লাহ আমাদের ঘরে খাবার পৌছে দিবে তা তো ঠিক হবে না। আল্লাহই বলেছেন যে, যে জাতি নিজের উন্নতি করে না আমি তাকে উন্নতি করি না। সো আমাদের খাদ্য আমাদেরই জোগাতে হবে। আমাদের বাচ্চাদের লেখাপড়া আমাদের ই শিখাতে হবে। আচার আচারন শিক্ষা দিতে হবে ঘরেই।

লেখাপড়া শিখে তারা চাকুরী-ব্যবসা করবে তার ব্যাপারে আমাদেরই সচেষ্ট হতে হবে। সঞ্চয় আমাদেরই করতে হবে। আবার বিনিয়োগও আমরা করবো। জাতীয় কোন সম্পদ নষ্ট করবো না। সন্তান জন্ম কম দিব।

শিল্পে উৎপাদন বাড়াবো আমরাই। আমরাই কৃষিতে উন্নয়ন আনব। এ দেশটা আমাদেরই গড়তে হবে। অন্যের সাহায্যে নয় অন্য কেউ দেশকে গড়ে দিব আর আমরা বসে বসে খাবো তা আশা করা ঠিক না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।