আমাদের কথা খুঁজে নিন

   

কোথায় যাবেন?

স্পট : সায়েন্স ল্যাব. রংধনু পরিবহন : সায়েন্স ল্যাব. থেকে শাহবাগ, মত্স্যভবন, কাকরাইল, আরামবাগ, মতিঝিল, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ, গেণ্ডারিয়া, জুরাইন, পোস্তগোলা পর্যন্ত। তরঙ্গ প্লাস : সায়েন্স ল্যাব. থেকে শাহবাগ, কাকরাইল, মৌচাক, মালিবাগ, রামপুরা, বনশ্রী পর্যন্ত। নিসর্গ : সায়েন্স ল্যাব. থেকে জিগাতলা, ধানমণ্ডি-১৫, শঙ্কর, মোহাম্মদপুর টাউন হল, আসাদগেট, শ্যামলী, আগারগাঁও, তালতলা, শ্যাওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০ ও ১৪ নম্বর পর্যন্ত। মিডওয়ে : সয়েন্স ল্যাব. থেকে শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, কমলাপুর, খিলগাঁও তালতলা পর্যন্ত। এ.টি.সি. এল : সায়েন্স ল্যাব. থেকে কলাবাগান, শুক্রাবাদ, আসাদগেট, মোহাম্মপুর টাউন হল পর্যন্ত।

বিহঙ্গ : সায়েন্স ল্যাব. থেকে কলাবাগান, শুক্রাবাদ, আসাদগেট, কল্যাণপুর, টেকনিক্যাল, মিরপুর-১, ২, দুয়ারীপাড়া পর্যন্ত। ভিআইপি ২৭ : সায়েন্স ল্যাব. থেকে কলাবাগান, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কাকলি, বনানী, শ্যাওড়া, খিলক্ষেত, উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত। বাহন : সায়েন্স ল্যাব. থেকে শাহবাগ, প্রেসক্লাব, পল্টন, গুলিস্তান, মতিঝিল, কমলাপুর, মুগদা, বাসাবো, খিলগাঁও তালতলা পর্যন্ত। মিরপুর সুপার লিংক : সায়েন্স ল্যাব. থেকে কলাবাগান, শুক্রাবাদ, আসাদগেট, শ্যামলী, টেকনিক্যাল, মিরপুর-১, ২, ১০, ১১, ১২ নম্বর পর্যন্ত। মৈত্রী : সায়েন্স ল্যাব. থেকে কাঁটাবন, শাহবাগ, প্রেসক্লাব, পল্টন, গুলিস্তান, মতিঝিল, আরামবাগ পর্যন্ত।

রাজধানী এক্সপ্রেস : সায়েন্স ল্যাব. থেকে কলাবাগান, আসাদগেট, শ্যামলী রিংরোড, জাপান গার্ডেন, শিয়া মসজিদ পর্যন্ত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.