আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় কোথায় কোথায় ঘুরা যায়?

ধুর আব্বা আম্মা ঢাকায় আসছেন ঢাকা ঘুরে দেখবেন বলে। গত দুই দিনে, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, যাদুঘর, নভোথিয়েটার, আর্মি মিউজিয়াম, ব্ঙ্গবন্ধুর ৩২ নং এর বাড়ি, ধানমন্ডি লেক, রমনা পার্ক, সোহরাওয়ার্দি উদ্দান, টিএসসি, দোয়েল চত্তর, তিন নেতার মাজার, কাজী নজরুলের মাজার দেখান হয়েছে। আগামী কাল চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন দেখাব, আর পরের দিন দেখাব জাতীয় স্মৃতিসৌধ। এছাড়া মোহাম্মদপুরের বুদ্ধিজিবি সমাধি, বসুন্ধরা সিটি সপিংমল, এয়ারপোর্ট, বাংলা তাজমহল এবং সোনারগাঁও দেখাব বলে সিদ্ধান্ত নিয়েছি। আর কোথায় কোথায় নিয়ে যেতে পারি, দয়া করে একটু বলবেন কি? আর কেউ যদি বাংলা তাজমহল এবং সোনারগাঁও যাবার বিষয়ে হেল্প করতেন, তাহলে ভাল হত।

আর এয়ারপোর্টের যেই যায়গায় বিমান নামে, ঐ জায়গায় কি এখনও যাওয়া যায়? আমি ২০০৪ সালে গিয়েছিলাম, জায়গার নামও ভুলে গিয়েছি। আসলে তারা আবার কোনদিন ঢাকায় ঘুরতে আসতে পারবেন কিনা জানি না। আর আমার আব্বা মোটামুটি ঢাকায় আসার বিপক্ষে। তাই একবারে সবজায়গায় ঘুরিয়ে আনতে চাচ্ছি। কোন কিছু মিস করতে চাচ্ছি না।

সবাইকে আগাম ধন্যবাদ দিলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।