আমাদের কথা খুঁজে নিন

   

প্রবোধ কুমার সান্যাল

এখনও নিজের সম্পর্কে লেখারমতো কিছুই অর্জন করতে পারিনি। সাহিত্যিক-সাংবাদিক ও পরিব্রাজক প্রবোধ কুমার সান্যাল ১৯০৫ খ্রিস্টাব্দের ৭ জুলাই কলকাতার চরবাগানে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার আদিনিবাস ফরিদপুরে। তার সাহিত্যিক ছদ্মনাম ‘কীর্তনীয়া’। চার বছর বয়সে পিতৃহীন হয়ে তিনি মাতুলালয়ে বাল্য ও কৈশোর অতিবাহিত করেন।

১৯৪১ সালে কলকাতা থেকে প্রকাশিত যুগান্তরের রোববারের সাহিত্য সাময়িকী সম্পাদক হিসেবে তিনি কর্মরত ছিলেন। স্বদেশ পত্রিকার সম্পাদক থাকাকালে একবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। বিজলি এবং পদাতিক পত্রিকাও তিনি সম্পাদনা করতেন। ভ্রমণপিয়াসী এই সাহিত্যিক হিমালয়ের অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছিলেন। এছাড়া বিভিন্ন মহাদেশে ভ্রমণের ঋদ্ধ অভিজ্ঞতা ফুটে ওঠে তার লেখনীতে।

তার ভ্রমণসাহিত্য মহাপ্রস্থানের পথে, রাশিয়ার ডায়েরি, দেবতাত্মা হিমালয় বিশ্বসাহিত্যকে সমৃদ্ধ করেছে। ১৯৬০ সালে তিনি কলকাতায় হিমালয় অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। মূলত কল্লোল যুগের সাহিত্যিক হিসেবেই পরিচিত প্রবোধ কুমার। তিনি একাধিক পুরস্কার লাভ করেন সাহিত্য প্রতিভার স্বীকৃতিস্বরূপ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।