আমাদের কথা খুঁজে নিন

   

জুমায় মসজিদে নববিতে নামাজ আদায় করলেন সাত লাখ মুসল্লি

জুমা উপলক্ষে শুক্রবার মসজিদে নববিতে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক ভিড় দেখা গেছে। এই মসজিদে আনুমানিক সাত লাখ মুসল্লি একযোগে জুমার নামাজ আদায় করেছেন। দিনের বেলা মদিনা শহরে তাপমাত্রা প্রায় ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠলেও তাতে কোন সমস্যা হয়নি আল্লাহর অতিথি হয়ে মদিনায় যাওয়া মুসল্লিদের। এ বছর মক্কা ও মদিনায় ওয়াটার স্প্রিং ফ্যান (ঠাণ্ডা পানি ছিটানোর যন্ত্র) বসানোয় গরম খুব বেশি সমস্যা করতে পারছে না। এ পর্যন্ত বড় কোন দুর্ঘটনাও ঘটেনি।

জুমার নামাজ শেষে হাজীরা যার যার মতো করে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মদিনায় অন্যান্য দেশের হাজীদের চেয়ে বাংলাদেশী হাজীদের সংখ্যাই বেশি চোখে পড়েছে। সৌদিদের ঐতিহ্য অনুযায়ী হজের সময় তারা আরবি জিলহজ মাসের ১ থেকে ৯ তারিখ পর্যন্ত টানা রোজা রাখেন। রোজাদারদের সুবিধার্থে মসজিদে নববির চারপাশে খেজুর, খোরমা ইত্যাদির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রোজাদাররা এসব দোকান থেকে সাধ্য মতো সামগ্রী কিনে ইফতার করছেন।

মদিনায় হজ উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.