আমাদের কথা খুঁজে নিন

   

আইভীর পক্ষে শেষ মুহূর্তে মাঠে নামলেন এমপি কবরী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে শেষ মুহূর্তে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে প্রচারণায় নেমেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের এমপি সারাহ বেগম কবরী। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জে ১ ও ২ নং ওয়ার্ডে আইভী সঙ্গে তার প্রচারণায় নামেন এবং গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন তিনি। নারায়ণগঞ্জে পাঁচটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে চারটি আসনের সরকার দলীয় এমপি আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামীম ওসমানের পক্ষে কাজ করছেন। তারা শামীম ওসমানের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেন।

এছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শামীম ওসমানের পক্ষে প্রতিদিন প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগ শামীম ওসমানকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার পরও আইভীর পক্ষে কেন প্রচারণায় নেমেছেন এমন প্রশ্নের জবাবে এমপি কবরী সাংবাদিকদের বলেন, `আমি আওয়ামী লীগের রাজনীতি করি এবং দলের এমপি। মেয়রপ্রার্থী আইভীও আওয়ামী লীগ করেন। এ কারণেই আইভীর পক্ষে নেমেছি। ` কবরী আরও বলেন, `আইভী দলের পরীক্ষিত নেতা।

তিনি নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র থাকা সময়ে নারায়ণগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে। আইভী সৎ ও যোগ্য। নারায়ণগঞ্জের উন্নয়নে আইভীকে প্রয়োজন। ` বিলম্বে কেন মাঠে নেমেছেন এ প্রশ্নের জবাবে কবরী বলেন, `আমি এতদিন নানা কাজে ব্যস্ত ছিলাম। তাই আইভীর পক্ষে সরাসরি নামতে পারিনি।

তবে আমি আমার লোকজনকে আইভীর পক্ষে কাজ করতে বলেছি। ` প্রসঙ্গত সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা নন এমন ব্যক্তিরা বৃহস্পতিবার রাত ১২টার পর কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। ফলে নাসিক এলাকার বাইরে থাকা কেউ এবং কোনো রাজনীতিক শুক্রবার প্রার্থীদের প্রচারণার শেষ দিন এলাকায় থাকতে পারবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.