আমাদের কথা খুঁজে নিন

   

নিরানব্বই এর সাতকাহন

সত্য বলার সাহস, কিন্তু তা হজম করার সাহস ক্য় জনের আছে তা জানি না .। { গতকিছুদিন যাবৎ ওয়ালস্ট্রিট বিরোধীদের আন্দোলন এর পর নিজেকে ঐ শতকরা নিরানব্বই জনের একজন মনে হচ্ছে। সকল ৯৯% আন্দোলনকারীদের সাথে একাত্মতা জানিয়ে আমার এই না-কবিতা। } নিরানব্বই এর সাতকাহন বুর্জোয়া মেট্রোতে রাত এখনো গোধুলী, সাইলেন্সার ফাটানো না-স্পোর্টস কারগুলো গোধুলী রাতের নীরবতা করে ভাংচুর। ওদিকে নষ্টা বউয়ের বখাটে বর বিদেশী টেনে টলমল পায়ে ফেরে রিক্ত ছেলেটি ঘরে ইয়াবার নেশায় চুর। সামনে যেখানে রিকশার গ্যারেজ জমাদার বুঝে নেয় আবুলের সবে বিয়ে করা বউ। সেখানে দেনা পাওনার জাবেদা । ঠিক পিছনে আমাদের নেতা মিলাতে বসেন গত নির্বাচনের খরচের খেরো আর ধনতন্ত্রের ফায়দা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।