আমাদের কথা খুঁজে নিন

   

ইশটোরি অফ " ফকিন্নির পুতস" !!

আসবে সময় আমাদেরও, হাসবে তখন মহাকাল। মিশবে তখন ধুলোতে, জীর্ণ নীতির কঙ্কাল। মুক্তির পথ ধরে, অধিকার ঘরে ঘরে। নিকশ কালোরা আর বুনবে না জাল! এক মহান ব্যাক্তি পাবলিক ভার্সিটির ছেলেদের সম্বোধন করছেন ফকিন্নির পুত বইলা। ।

যাক দেশে ২-৪ টা মহান(!) সন্তান থাকবে সেইটা স্বাভাবিক। । কিন্তু সমস্যা হইল BOAN আবার সেইটা পাবলিশ করছে। । যাক কথা তো ঠিকই, আমরা পাবলিক ভার্সিটির সব তো ফকিন্নির পুতই।

কারন ফকিন্নি দেশে জমিদার পুত কই থেকে আসে সেইটা আমার বুঝে আসে ন। । ফকিন্নির পুত দের সবচেয়ে বড় দোষ ওগো বাপরা পড়ালেখা শিখাইছে, কিন্তু চুরি কইরা সার্টিফিকেট অর্জন করতে পারে নাই। । যাক কথা আরও আছে, যতদুর জানি এই দেশের ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ এর সাথে একটা ফকিন্নি ভার্সিটির নাম লাইগা আছে।

কি আর করা ফকিন্নিদের অর্জন করা ভাষা আর স্বাধীনতা লইয়াই বাইচা থাকেন আর ফকিন্নির পুত দের গালি পাইড়া যান। । ফকিন্নির পুত দের আরও দোষ আছে , এদের হলে ৪০ টাকায় ২ দিন খাওয়া যায়। কিন্তু সেই খাওয়ার গুনগত মান যে কেমন সেইটা জমিদারের পুতদের ধারনায় আসে নাই। সেই ডাইল ভাত খাইয়াই যখন ডঃ ইউনুস নোবেল প্রাইজ পায়, ডঃ আতিউর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়, বুয়েটের পোলাপান নাসার প্রতিযোগিতায় সারা বিশ্বে ১০ম হয়, তখন জমিদারের পুত দের সারা অঙ্গ পুড়িয়া যায় রে!! পরিশেষে জমিদারের পুতদের সরকারের প্রতি আহবান হইল পাবলিক ভার্সিটির সকল খরচ বন্ধ কইরা দেওয়া হয়, যাতে ফকিন্নির পুতদের নিজেদের খরচে পড়তে হয়।

অতি উত্তম প্রস্তাব। এই প্রস্তাবের কারনটা খুব সম্ভবত যাতে তাদের বাপদের চুরি করতে সুবিধা হয়। এবং তাদের বাসার কুত্তা- বিলাই এর জন্য ও ২-১% কোটা বরাদ্দ রাখা যায়। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.