আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকিও ভাষায় সংসারে একদিন

আমি অনেক কিছু সাহস করে বলতে চেয়ে ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে। রাজিব সামির............... অফিস থেকে ফিরেই রহমান সাহেব তাঁর স্ত্রীকে বললেন, : হ্যালো ডিয়ার, ঘরে logged in হইলাম, কেমন আছ? : তুমি কি বাজার করে আনোনি? : দুঃখিত বউ, বিষয়টি মাথায় tag করতে মনে ছিল না। : তোমার যে আমার জন্য নতুন একটা শাড়ি download করার কথা ছিল, সেটাও কি ভুলে গেছ? : দোকানে গিয়েছিলাম কিন্তু কোনো শাড়িতেই like দিতে পারিনি। : তাহলে ক্রেডিট কার্ডটা দাও, আমিই কেনাকাটা করে নেব। : কিন্তু আমি তো privacy settings-এ share-এর optionটা block করে রেখেছি।

কীভাবে তোমাকে দিই? : তোমাকে আমার বিয়ে করাটাই উচিত হয়নি। কী পেলাম তোমাকে বিয়ে করে? : not found? তাহলে try again! : তোমার কাছে আমার কি কোনোই মূল্য নেই। : অবশ্যই আছে, সেটা আমি বাইরে বলে বেড়াই না, আমার inbox-এ ঢুকলেই বুঝতে পারতে। : এভাবে চলতে থাকলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব বলে দিচ্ছি। : comment করার সাহস হচ্ছে না।

: আমি চলে গেলে তুমি একা থাকতে পারবে? কোনো কষ্ট পাবে না? : অবশ্যই, দুজনে তখন chat করতে পারব, খুব মজা হবে। : কী বললে? আর তোমাকে কিন্তু একবিন্দুও সহ্য করতে পারছি না! : তাহলে block করে দাও। : না, এভাবে কথা চালানো যায় না, অসম্ভব। : তাহলে log out করে দাও। লেখা: মহিউদ্দিন কাউসার, আঁকা: জুনায়েদ  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।