আমাদের কথা খুঁজে নিন

   

টাটা ন্যানো- চলেন হাওয়া খাইয়া আসি।

তুমি নেই তাই একলা থাকতে চাই... গরম এ হাওয়া খাইতে কার না ভালো লাগে কন,তাও যদি বইসা থাকেন গাড়ির ভিতর মনের মানুস লৈয়া। আর আমগো মতো পিচ্চি পোলাপান যারা বাপের টাকায় বিড়ি ফুকি,পকেট মানির অর্ধেক চৈলা যায় ফোন টপ আপ করাইতে, তাগো লেগ্গা বেশি সিসি-র গাড়ি মানে,বেশি পেট্রল পোরান লাগবো,আর মাসের শেষ এ পাগলা চুলকাইআ ল কন্ডিশন। টাটা কম্পানি এমন এক গাড়ি বার করসে হোগোলে কইতাসে WONDER CAR, আর টেনশন করনের কাম নাই,চলেন পৃথিবির সব থেকে কম দামি এক লাখের গাড়ি তে বইসা হাওয়া খাই। চলেন এক ঝলক এ দ্যাইখা লৈ Mr. TATA র DREAM CAR ‘TATA NANO’ র কেরামতি। Worlds cheapest and common peoples(আম আডমি ) car. First introduced in 2008 at PRAGATI MAIDAAN, Delhi. Environmental concerned and reliable. এইডা মোটর বাইক এর থিকা পরিবেশ কম pollution করে। CONSTRUCTION The 4 stroke, 33 BHP engine is put at the rear to increase the inside space and to give it a sporty look. 624 cc engine is smaller in size as compared to rest of the car engines but still efficient as far as the speed is concerned. It gives an average speed of 90km per hour. A team of 500 engineers have worked to convert as many vital functions as possible into electronic systems to make as much free space available. WORKING Use of rear wheel drive engine.() Engine is situated at the rear. Two-cylinder gasoline engine. Use of all-aluminium, two-cylinder, 623 cc, 33 PS, multi point fuel injection petrol engine. Design strategy has helped minimise weight. Delivers high fuel efficiency. mileage in city road drive 20-22km/ltr, long road drive 26km/ltr ADVANTAGES Even weight distribution Weight transfer during acceleration Steering radius Better handling in dry conditions Better braking Towing Serviceability Robustness SPECIFICATIONS Manufacturer--------- Tata Motors Parent company------ Tata Sons Also called------------- The People's Car Class--------------------- City car Body style(s)---------- 4-door hatchback Engine(s)--------------- 2 cylinder SOHC petrol Bosch multi-point fuel injection (single injector) all aluminium 624 cc (38 cu in) Transmission(s)------ 4 speed synchromesh with overdrive in 4th Wheelbase------------- 2,230 mm (87.8 in) Length------------------ 3,099 mm (122.0 in) Width------------------- 1,495 mm (58.9 in) Height------------------ 1,652 mm (65.0 in) Kerb weight----------- 600 kg (1,300 lb)“635 kg (1,400 lb) Fuel capacity---------- 15 L এইবার চলেন একটু দাম টা বুইঝা লই। Nano 624cc, MPFi( Rs. 1,73,000 PNano CX Solid 624cc, MPFi Rs. 2,05,000 PNano CX Metallic 624cc, MPFi Rs. 2,09,000 PNano LX624cc, MPFi Rs. 2,37,000 PNano Plus 1000cc (expected) Rs. 2,50,000 সস্তায় এর থেকে কম এ হাওয়া খাইতে হলে পাবলিক বাস এ জানালার ধারের সিট এ বসুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.