আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীহীন যতসব

হীরক রাজার দেশে যাবে! তবে বলোনা ভাই হীরক চাবে। ঘুমহীন নারী ঢুলুঢুলু চোখ কষ্ট পাও তবু খোলনা মুখ। বাগানে হাট কিন্তু চোখ বন্ধ শুধু নিবে ফুলের গন্ধ। ভাল আছি দূর্নীতির বদৌলতে চুপ ! বলিসনা তোরা আদালতে। ভালবাসি !বল যত পার বারবার বিয়ে সাধির থাকবেনা কারবার ।

না খেয়ে সারাদিন থাক উপোস ইফতার খুলে খাও গরু-মোষ। উল্টো রথে হেটেছ এতক্ষন বদলে ফেলো তবে নিজের মন। ধর্মের কথা শুনে ছিটকাও নাক মানলে কষ্ট তাই মাছে ঢাক শাক। আবার ধর্ম নিয়ে কর বাড়াবাড়ি নাস্তিকের দল পায় মজা ভাড়ি । আসল কথা ! শ্রীহীন যতসব আছে ধরে রূখ তারে সাহস আর সদিচ্ছার তরে।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।