আমাদের কথা খুঁজে নিন

   

"সামু"তে হয় চোররা থাকবে না হয় ভালোরা থাকবে!

প্রিয় 'সামু' ব্লগার ভাইয়েরা, আমি আপনাদের মতও একজন অখ্যাত লেখক যে শুধু শখের কারনে মাঝে মাঝে সময় পেলে ভালো কিছু লিখার চেষ্টা করি। কিন্তু আগে আমি সামুতে প্রায় নিয়মিত লিখা নতুন লিখা পোস্ট করতাম। এমনকি আমার অপ্রকাশিত একটি উপন্যাস এর কয়েকটি অধ্যায় বা অংশ আমি সামুতে দিয়ে যাচ্ছিলাম। ৪ টা অংশ দেয়ার পর আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু আমাকে উপন্যাসটির বাকী অংশগুলো পোস্ট করতে নিষেধ করে দেয়। সে আমাকে কারন হিসেবে যে যুক্তি দিয়েছিলো তা যে সম্পূর্ণ সঠিক ছিল তার প্রমান পেলাম আমি গতকাল।

আমার বন্ধুটির যুক্তি ছিল এই রকম " যেহেতু তুই এই উপন্যাসটি সম্পূর্ণ বই আকারে আগামীতে প্রকাশ করবি সেহেতু তোর এই উপন্যাস কোন ব্লগে বা অনলাইনে প্রকাশ করিস না। কারন যে কেউ খুব সহজে উপন্যাসটি চুরি করে তোর বই প্রকাশের আগেই সে তা নিজের নামে চালিয়ে দিয়ে বই বের করে ফেলতে পারবে। কারন ভদ্রবেশী চোর অনলাইনের ব্লগগুলোতে ভরা। তুই টেরও পাবি না সে কখন তোর লিখাটা তার সংরহে কপি পেস্ট করে রেখে দিয়েছে। " সেদিন এর পর থেকে আমি আমার উপন্যাসটির বাকী অংশগুলো আর পোস্ট করিনি।

বলতে গেলে সেদিন থেকেই আমি নতুন কোন বিষয় নিয়ে লিখছি না। কিন্তু গতকাল একটি নতুন লিখা না দিয়ে থাকতে পারলাম না শুধু নিজের বিবেকের তাড়নায় ( যা আমি প্রায় ১৫ দিন আগে লিখে রেখেছিলাম)। কাল সেই লিখাটা (Click This Link) একটু সংখেপ করে পোস্ট করে দিলাম। কিন্তু ১০ মিনিট পর আমারই এক প্রিয় ব্লগার বন্ধু আমাকে জানায় যে আমার লিখাটা নাকি অন্য এক ব্লগার এই মাত্র আবার সম্পূর্ণ কপি করে পোস্ট করেছে (Click This Link)। আমি সাথে সাথে তা দেখেতো অবাক! দারি,কমাসহ পুরো লিখাটাই যে কপি করে পোস্ট করেছে সেই "চোর" ব্লগারটি।

আমি তারে প্রশ্ন করলাম কিন্তু এখন পর্যন্ত আমার প্রশ্নের উত্তর সেই "চোর" মহোদয় দেননি। আমি গতকাল রাতেই "সামু"র কাছে রিপোর্ট করলাম, তারা এখনও সেই লিখাটা কে বাতিল করেনি। অর্থাৎ তার মানে "সামু' কি চোরদের প্রশ্রয় দিচ্ছে? আমরা যে ঘরে, বাইরে, অনলাইনে কোথাও নিরাপদ নই সেটা "সামু" বুঝিয়ে দিলো। তাহলে আমরা কি কিছু লিখতে পারবো না? আমরা কোন নতুন লিখা পোস্ট করে নিরাপদ ও নিশ্চিন্ত থাকতে পারি না। "সামু" যদি এসব চোরদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমাদেরই ব্যবস্থা নিতে হবে, তাহলো আমরা যারা লিখতে চাই তারা সামুতে আর কোন নতুন লিখা দিবো না।

হয় "সামু" তে চোররা থাকবে না হয় ভালোরা থাকবে! আপনারা কি বলেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।