আমাদের কথা খুঁজে নিন

   

ওনলাইনে আয় করতে গিয়ে পড়লাম বিপাকে !

আমার জীবন একটা , একটা জীবনে একজনকেই চাই ..........তার নামটা না হয় না ই বললাম ....... চারদিকে খবরটার যখন রই রই আবস্থা ঠিক তখনি সিদ্ধান্ত নিলাম আমিও পিছু পড়ে থাকবো কেন ? একজন বড় ভাইয়ের ফাদে পড়ে ঢুকলাম একটি এম.এল এম কোম্পানিতে আনলাইন আয়ের উপর কোর্স্ করার জন্য । আমার থেকে ১০,৫০০ টাকা কোর্স ফি নিল আর আমাকে ২ মাসে যা শিখালো তা একটা বাচ্চা পোলাও পারে । ব্লগ কি, কি ভাবে ব্লগে পোস্টিং করা , শেয়ার করা । এর বাইরে আর কিছু শেখায়নি । প্রথম আবস্থায় গুগল এডসেন্ন বলে বলে বেড়ালেও এডসেন্সে কিভাবে এপ্লায় করতে হয় তা পর্যন্ত শেখায়নি নাম সর্বস্ব কোম্পানি ইজেন ইন্টারন্যাশনাল বিডি নামের কোম্পানিটি ।

আমি কারো বদনাম করছি না । ক্ষোভে বাস্তব কথা গুলো বলছি । যা হোক ৪ মাস পরে যখন নিজে নিজে এপ্লাই করে এযসেন্স পেলাম তা ও আবার নষ্ট হয়ে গেল ! ইজেন থেকে যদি বলতো কেন এডসেন্স নষ্ট হয় তবে তা হযতো হতো না । মোট ৮ মাস হলো আমি চেষ্টা করছি । এই আটমাসে আমার মোট খরচ - কম্পিউটার + ইন্টারনেট মোডেম = ৩৬০০০, কোর্স ফি - ১০৫০০, ৮ মাসে নেট বিল ১৪৩৮ *৮ = ১১৫০৪, তাহলে মোট খরচ দাঁড়াল = ৫৮০০০ প্রায় ।

আমি এখন চিন্তায় আছি এই টাক কখন উঠবে আর কখন বা আয় করবো । একটা কথা না বললেই নয় , ইজেন কোম্পানির লোকজন মানুষদেরকে গুগলের চেক দেখিয়ে প্রলোভন দেখায় । বলে , ১ মাসেই ১০০ ডলার ইনকাম করা যাবে । কিনতু এখন বুঝছি , হায়ার মানের ওযেবসাউট ছাড়া গুগলে আয় সম্ভব নয় । ব্লগে তো আর আয় করা সহজ নয় ।

তাহলে মানুষদেরকে গুগলের স্কেনিং করা চেক দেখিয়ে যেভাবে টাকা হাতিয়ে নেয় ওই সব কোম্পানি তাদের বিরুদ্দে কি ব্যবস্থা নিচ্ছে সরকার ? হয়তো নিচ্ছে না । তবে আমার মতো ভুল করার আগে সবাই সতর্ক হয়ে যান । না হয় মাথায় হাত দেয়া ছাড়া উপায় থাকবনো ......... ধিক...ধিক...নাম সবর্স্ব ধোকাবাজি এম.এল.এম কোম্পানি ইজেন ইন্টারন্যাশনাল ধিক ! কোম্পানি হতে সবাই সাবধান !! তাদের ওয়েবসাইট : http://www.egen.us/index.php ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।