আমাদের কথা খুঁজে নিন

   

ডেসটিনির জালিয়াতি এবং সাংবাদিক বুলবুলের দালালী

ভালোবাসি ফুল, চাঁদ, শিশু আর বাংলাদেশ। রাজাকার-মৌলবাদীরা ১০০ হাত দূরে থাকুন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সংসদে বলেছেন ডেসটিনির অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ডেসটিনির মতো অন্যান্য কয়েকটি জালিয়াত কোম্পানির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলেও কোন কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দেশের সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে জানিনা। তাকে বলবো, দেরি করবেন না মাননীয় মন্ত্রী, ব্যবস্থা নেন এইসব জালিয়াতদের বিরুদ্ধে।

ডেসটিনি এখন মিডিয়া হাতে রেখে সাংবাদিক কিনছে। মনজুরুল আহসান বুলবুলের মতো সাংবাদিক এখন এদের দালালীর চাকরি নিয়েছে। এইসব শালারা যখন বাইরে বড় বড় কথা বলে জানতে ইচ্ছে হয়-- তোদের কী লজ্জা বলতে কিছু নেই। দুই নম্বরী প্রতিষ্ঠানে চাকরি করিস? নৈতিকতা তোদের কোথায়? ডেসটিনি তার চেয়ারম্যান করেছে একজন সাবেক জেনারেলকে। ১/১১ পর যখন সবার চামড়া বাঁচিয়ে রাখা দায় তখন এই কোম্পানির বড় কর্তা নোয়াখাইল্লা রফিকুল আমিন তাকে নিয়োগ দেন।

নোয়াখাইল্লা মইন-মাসুদ তাদের দেশী ভাই আমিনকে কত টাকার বিনিময়ে রক্ষা করেছেন জানি না। এই সরকারের মামলে ডেসটিনির বিচার হতে হবে। সরকার নোয়াখাইল্লা আমিন তার চামচা সাংবাদিক বুলবুল গং-এর প্রতারণায় তাদের বিচার করবে কিনা জানিনা। কারণ প্রতারণায় ফাঁদ হিসেবে বৈশাখী টিভি ব্যবহার করছে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। কাল চারদল আসলে সেই শ্লোগান বদলে তারা এটাও বলতে পারে-- আমরা রাজকারদের পক্ষে,বা ঘুরয়ে ফিরিয়ে তার কাছাকাছি কিছু।

অবিশ্বাস্য মনে হলেও নিশ্চিত থাকুন এই তথাকথিত ভন্ডামি শ্লোগান তারা রাখবেনা সরকার পরিবর্তিত হলে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.