আমাদের কথা খুঁজে নিন

   

অ্যামাজান জঙ্গলে ভিনগ্রহের মানব!

রিও ডি জেনেরিও: ব্রাজিলের রেইনফরেস্ট থেকে সম্প্রতি তোলা একটি ভিডিও চিত্র অ্যালিয়েনের অস্তিত্বের নতুন প্রমাণ উপস্থাপন করেছে। দুজন ব্রিটিশ নাগরিকের করা ভিডিও থেকে একটি স্থির চিত্র উদ্ধার করা হয়েছে। ছবিটিতে দেখতে পাওয়া অ্যালিয়েনটি আকারে বেশ ছোটো এবং একটি গাছের দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া ছবিটির এক পাশে উজ্জল আলো দেখা যায়। মনে করা হচ্ছে, ওই আলোর সঙ্গে অ্যালিয়েনের উপস্থিতির কোনো কারণ থাকতে পারে।

আমাজান বনের মামাউস অঞ্চলে ভ্রমণকালে ওই দুই ব্রিটিশ পর্যটক ভিডিওটি ধারণ করেন। পরে তাদের কাছ থেকে ভিডিওটি সংগ্রহ করেন লেখক মাইকেল কোহেন। তবে ভিডিওটি সর্বশেষ হস্তগত করেছে হলিউডের কিছু চলচ্চিত্র প্রযোজক। আর এ বিষয়ে মাইকেল তার ব্যক্তিগত ওয়েবসাইট allnewsweb.com এ বলেন, এটা খুবই প্রমাণ্য একটি ভিডিও। একে ভুল প্রমাণ করা কঠিন হবে।

ভিডিওটি যে অঞ্চলে করা হয়েছে সে অঞ্চলে এমনিতেই ভিনগ্রহবাসীদের আনাগোনা আছে বলে ধারণা করা হয়। মনে হচ্ছে অ্যালিয়েনরা আমাদের জীববৈচিত্র সম্পর্কে আগ্রহী এবং এজন্যেই তারা ওই অঞ্চলটি বেছে নিয়েছে। তবে যারা ভিনগ্রহবাসীদের নিয়ে একটু হলেও খোঁজ-খবর রাখেন, তাদের কাছে মাইকেল খুবই পরিচিত নাম। বিভিন্ন সমযে ভিনগ্রহবাসীদের সম্পর্কে উদ্ভট সব চটকদার খবর পরিবেশনে তার জুরি নেই। এদিকে পুরো ঘটনা তদন্তের জন্য ব্রাজিল কর্তৃপক্ষ অপারেশন প্রাতো নামে একটি তদন্ত দল নিয়োজিত করেছে।

ঘটনাস্থলে অ্যালিয়েনের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে সেখানে সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।