আমাদের কথা খুঁজে নিন

   

Free তে PHP, HTML, CSS, Java Script, SQL/ORACLE, Asp.net, joomla,worpress শেখার অপূর্ব সুযোগ।

ami onekkkkkkkkk onek olosh আসসালামু আলাইকুম । শুনতে যদিও অবাক লাগছে কিন্তু এটা সত্যি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রসরের এই যুগে বর্তমানে সবারই বিজ্ঞান-প্রযুক্তির প্রতি বেশ আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই এখন প্রোগ্রামার বা ডেভেলপার হতে আগ্রহী। তবে প্রতিভা থাকা সত্বেও বা শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে কিংবা সময়ের অভাবে অনেকেই আর প্রফেশনাল প্রোগ্রামার হয়ে উঠতে পারেনা।

আর যারা ইউনিভার্সিটি লাইফ শেষ করে experience এর অভাবে জব খুজে পাচ্ছেনা তারা এখানে internship করে তারা ও ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর মাধ্যমে নিজিকে ঝালিয়ে নিতে পারেন। একটা ওয়েবসাইট কি করে develop করতে হয় তা হাতে কলমে শিখানো হবে। আমরা যারা university তে পড়ি তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা শিখি তা দিয়া সম্পূর্ণ যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখা সম্ভহব হয়না। সেটা হতে পারে অল্প টাইম র semester আর না হলে lecturer শুধু theory শিখান। একটা ওয়েব ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ শিখে তার সবটুকু real life implementation হয়না।

আর আমরা student রাও অনেক সময় অন্য সাবজেক্ট র চাপ আর পরীক্ষার কারণে মনোযোগ দিতে পারিনা। আবার এটাও ঠিক যে Internet এ resource থাকা সত্ত্বেও কি করে একটা ওয়েবসাইট সাজাব এর টেম্পলেটে কি করে ডিজাইন করব home পেজ এ আরও পেজ কি করে add করব, মেনু create করব কি করে তাও আবার horizontal না vertical, blog এ content বানানোর পর কি করে শো করব কয়টা row column হবে তখন মন এ হয় ইশ যদি কেও দেখিয়ে দিত? Resource হাজার হাজার থাকলেও একজন পথ প্রদর্শক থাকলে কাজ টি সহজ হয়। আর না পারলে তখন আমরা হাল ছেড়ে দেই। আবার অনেকের পক্ষে ৮-১০ হাজার টাকা খরচ করে IT Coaching Center গুলোতে যাওয়া ও সম্ভহব না। PHP, HTML, CSS, Java Script, SQL/ORACLE, Asp.net জেনে কোন রকম graduation ছাড়া ও যে জব পাওয়া যায় কিম্বা ফ্রীলাঞ্চিং এর মাধ্যমে যে আয় করা সম্ভহব তা আমরা অনেকে জানি ।

তাই আমরা কয়েকজন প্রোগ্রামার স প্রণোদিত হএয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু করেছি যা সম্পূর্ণ ফ্রী। অনেক্ব ভাবতে পারেন এর মধ্যে নিশ্চয় কোন ঘাপলা আছে কিম্বা কোন স্বার্থ আছে। কেও আগ্রহী হয়া থাকলে নিচের ইমেইল এ যোগাযোগ করে কোন ল্যাঙ্গুয়েজ শিখতে আগ্রহী আর নিজের CV সেন্ড করুন। অথবা নাম ,পেশা , পড়াশোনা, ইমেইল দিতে পারেন। তবে এখানে একটি ব্যাপার আপানকে মেনে নিতে হবে যে আমরা যেহেতু নিজেরা এই ক্লাব করেছি তাই অন্য IT center গুলোর সাথে আমাদের class room decoration আর computer এর সংখ্যার একটা বিরাট পার্থক্য পাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।