আমাদের কথা খুঁজে নিন

   

Free! Free! net

free!free!free net for Nokia Asha and Dual sim phone (যেসব সেটে নকিয়া ব্রাউজার আছে। )FOR GP কাজ:প্রথমে আপনার সেংটিসের configuaration এ যান। personal configuaration এ গিয়ে MY WEB ADD করুন। Acess point yes থাকলে NO করুন। প্রক্সি ENABLE করুন।

proxy address এ লিখুন 176.62.193.191 .Proxy port লিখুন 80.এইবার এই Configuration টা সিলেক্ট করুন। ACTIVATE confi. এ গিয়ে sim1 এর confi. MY WEB সিলেক্ট করুন। এইবার বের হয়ে আসুন। এইবার অন্য একটি নকিয়া জাভা ফোনের browser এর বুকমার্ক এ গিয়ে লিখুন wap.gpgamestore.com.বুকমার্কটি SAVE করুন এবং Bluetooth এর মাধম্যে আপনার মোবাইলে পাঠান। এইবার আপনার নকিয়া ব্রাউজার ওপেন করুন।

দেখবেন নিচে ঐ বুকমার্কটি আছে। এইবার ক্লিক করুন ঐটার উপর। sim1 sim2 দেখাবে। sim1 সিলেক্ট করুন। কিছুক্ষন পর দেখবেন Proxy সাইটে ঢুকে গেছেন।

এইবার বক্সে যে ঠিকানায় যেতে চান তার ঠিকানা লিখে go তে ক্লিক করুন এবং ENJOY করুন UNLIMITED browsing.. N.B:সিমটি অবশ্যই SIM1 এ লাগাবেন(DUAL থাকলে).SIM এ টাকা রাখবেন না। একটু করে কেটে নিতে পারে। বুকমার্ক এর মাধম্যে যদি না পাঠাতে পারেন তবে নকিয়া ব্রাউজারে wap.gpgamestore.com লিখে ট্রাই করতে পারেন। উপকৃত হলে জানাবেন। 173.208.197.229 এই প্রক্সিটাও ব্যবহার করতে পারেন।

তবে আগেরটার SPEED বেশি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।