আমাদের কথা খুঁজে নিন

   

লেখাপড়া = বেকার

আমরা স্বভাবতই বিশ্বাস করি যে লেখাপড়া করলে নিজ পায়ে দাড়ানোর জন্য একটা কর্ম সংস্থান (সরকারী-বেসরকারী চাকুরি) পাওয়া যায়। এই বিশ্বাস নিয়ে আমরা আমাদের স্বপ্ন দেখতে শিখি। কিন্তু আজকে এ কি দেখছি লেখাপড়া করলে বেকার থাকতে হয়। তাহলে দেখি এর গাণিতিক বাস্তব প্রমাণ আমরা জানি, Do not Study = Unemployed ........................(1) Study = Do not Unemployed .........................(2) (1) নং সমীকরণ থেকে বুঝা যায় যে, লেখাপড়া না করলে চাকুরি পাওয়া যাবেনা এবং (২) নং সমীকরণ থেকে বুঝা যায় যে লেখাপড়া করলে বেকার থাকবে না। এখন (১) ও (২) নং যোগ করে পাই Do not Study +Study = Unemployed+Do not Unemployed বা, Study(Do not+1) = Unemployed ( Do not+1) অতএব, Study = Unemployed এ থেকে বুঝা যায় যে, লেখাপড়া করলে বেকার থাকতে হবে।

আমাদের দেশে ৫৮ লাখের উর্দ্ধে শিক্ষিক লোকের সংখ্য। কিন্তু শিক্ষিত বেকার সংখ্যা ৫৬ লাখ। তার মানে হল মাত্র ২ লাখের কিছু বেশি লোকের কর্মসংস্থান আছে। ২ লাখ লোকের কর্মসংস্থান দিয়ে বাকী ৫৬ লাখ লোকের অভাব পুরণ করা সম্ভব নয়। অতএব, লেখা পড়া = বেকার মোঃ আব্দুল জলিল ইটাপোতা, মোগলহাট লালমনিরহাট।

মোবাইলঃ ০১৯১৫৮৯৮২৫০,০১৯৩৩০৬০৮৭ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।