আমাদের কথা খুঁজে নিন

   

দেখিনা তাই বিশ্বাস করিনা, আমি দেখলে আছে না দেখলে নাই.............

হ্যা আমি সেই সত্যবাদীকে সত্যবাদী মনে করি নিজে কিছু লিখতে গেলাম। সাধারনত: শুধু শেয়ার করি আমি নিরিবিলি মানুষ। ৫ হাজার কোটি বর্গফুটের বাড়ির সোয়াশো বর্গফুটের রুমে দরজাবন্ধ কইরা বইসা যদি কেউ কয় এই বাড়ির বাড়িওয়ালা নাই, কই দেহিনাতো, (এমনকি বাড়িওয়ালা আপনাকে দেখা দিতে না চাইলেও তিনি যেন সেটা পারার কথাই না) তাইলে কে বুঝাইবো। আগে স্রেফ তথাকথিত মহাশুন্য ( ১ম আসমানের সোয়াশো বর্গফুটিয় নাম) অতিক্রম করেন তারপর কথা কন। এক জায়গায় বইয়া দেহিনা দেহিনা কইলে তো হইবো না। যেখানে যাওয়ার ক্ষমতা নাই, সেখানকার ব্যাপারে গেছে এমন বিশ্বাসযোগ্য কারো উপরে রিলাই করেন, নাইলে যাওয়ার চেষ্টা করেন, না যাইয়া বড় বড় কথা বলা, থিউরি দেয়া অহংকার অহমিকা ছাড়া আর কিছুই না। কোনভাবেই গ্রহনযোগ্য ও বিশ্বাসযোগ্য না। সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।