আমাদের কথা খুঁজে নিন

   

''স্বপ্নগুলো কেড়ে নিতে এসেছিলো কেউ''

জীবনের জন্যই এই সব কথামালা _ _ _ _ ১. চার দেয়ালে বন্দি ঘরটা জানে কারো অস্তিত্ব কেউ একজন ছিলো; শূন্যতার কণাগুলো যখন পরস্পর আঘাত পায় তাদের কন্ঠে ও থাকে কেউ একজন থাকার কথা; ঘুমোটে কান্নারা যখন রাত্রি শেষে মন খারাপের ভোর হয় – আর রাত জাগা পাখিরা সুর মেলায় বেদনায় সেই ভোরটা ও জানে কেউ একজন ছিলো। অবহেলিত ভাবনাগুলো যখন আলোড়িত হয় দূর্বাঘাসে – শূন্য মাঠের দূর্বাঘাসগুলো ও জানে কেউ একজন খুব করেই ছিলো। কেউ একজন তার দু পায়ে আবেগ আর স্বপ্নগুলোয় খেলেছিলো বেশ; আমার মুগ্ধতা গুলোই যখন দূর্বলতা হয়ে তার পক্ষে অবস্থান নেয়, জাদুকাঠি হয়- আর আমি ও ভালোমতোই জানলাম কেউ একজন স্বপ্ন ছিনিয়ে নিতে এসেছিলো।। ২. খুব ভোরে যে শালিকটি চোখ জুড়িয়েছিলো খুব তার ঠোটেই ছিলো একগুচ্ছ বার্তা আমার জন্য তার রুপের বিপরীত্যে অগনিত দুঃখ আভাস; একই চোখে পৃথিবীটা ভিন্নতর যেন দেখলাম তারপর দূঃখের সাথে পথচলার শুরু আমার সকাল থেকে রাত্রি দিন – অনবরত।। অথচ একটি সকাল আর মুগ্ধতা কত শত স্বপ্ন বুনে দিয়েছিলো বুকের ভেতর... !!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।