আমাদের কথা খুঁজে নিন

   

লোভী ডাক্তারদের লেখা বাজে কোম্পানির ওষুধ না কিনে; ওই একই ওষুধ ভাল কোম্পানিরটাই কিনি।

আজ ইত্তেফাকের এক প্রতিবেদনে দেখলাম, ২৬২ টি কোম্পানির ওষুধের মান পরীক্ষা করে দেখা গেছে ২৪০ টি কোম্পানির ওষুধে ভেজাল রয়েছে । কয়েক বছর আগে এক সাপ্তাহিকে দেখেছিলাম, একটা সংস্থা বাজারে প্রচলিত সব পারাসিটামল ট্যাবলেট ল্যাবরেটরিতে টেস্ট করে দেখেছে মাত্র ২ টা ওষুধ (গ্লাক্সোর প্যারাপাইরল, আর গণস্বাস্থ্য ফার্মাসিউটিকালস এর জি- পারাসিটামল) ছাড়া আর কোন ওষুধে অনুমোদিত জেনেরিক উপাদান সঠিক ভাবে পায়নি । লোভী ডাক্তারদের প্রেস্ক্রিপসান ফলো করতে গিয়ে ,গাঁটের পয়সা খরচ করে জীবন রক্ষাকারী ওষুধের বদলে বাজার থেকে আমরা কি কিনছি ? আসুন আমরা ওষুধ কেনার সময় অন্ধের মত প্রেস্ক্রিপসান ফলো না করে, লোভী ডাক্তারদের লেখা বাজে কোম্পানির ওষুধ না কিনে; ওই একই ওষুধ ভাল কোম্পানিরটাই কিনি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.