আমাদের কথা খুঁজে নিন

   

লোভী ব্যবসায়ী, বোকা গ্রামবাসী ও ব্যবসায় লাভ

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

একদা একটি গ্রামে একটি লোক তার সহকারীকে নিয়ে থাকতে আসে। সে গ্রামবাসীদের বলে যে, সে বানর কিনতে এসেছে। প্রতি বানরের জন্য সে ১০ টাকা করে দিতে রাজি আছে। এই কথা শুনে গ্রামবাসী খুব উতসাহ নিয়ে বানর ধরতে লেগে যায়। এরপর তারা সেই বানর ১০ টাকা দরে ঐ লোকের কাছে বিক্রি করে।

এরপর যখন গ্রামবাসীরা বানর ধরা বন্ধ করে দিতে থাকে উতসাহ হারিয়ে ফেলে, তখন ঐ ব্যাক্তি প্রতি বানর ২০ টাকা দরে কিনার আগ্রহ প্রকাশ করে। এই কথা শুনে আবার সবাই বানর ধরতে লেগে যায়। এমন অবস্থা হয় যে, বানর দেখলে খাওয়া বন্ধ করে ছুটে যেত ধরতে। এইভাবে গ্রামে বানর প্রায় বিলুপ্ত হতে বসে। বানরের সংখ্যা কমে যাওয়ায় সরবরাহ কমে যায়।

এই সময় লোকটি প্রতি বানর ৫০ টাকা করে কিনবে বলে। সাথে এও বলে যে কিছুদিনের জন্য সে শহরে যাচ্ছে। এসে বানরের জন্য টাকা দিবে। লোকটি যাওয়ার পর গ্রামবাসী চিন্তায় পড়ে যায়। গ্রামে বানর নেই কিন্তু এতো বড় লাভের সম্ভাবনা তারা ফেলতে রাজী নয়।

এমন সময় লোকটির সহকারী গ্রামবাসীকে আগের বানর গুলো ৪০ টাকায় বিক্রি করার প্রস্তাব দেয়। গ্রামবাসীও মনের আনন্দে বানর কিনে ফেলে, কারণ এখনো তাদের ১০ টাকা লাভ। এরপর কি হয়? পরেরদিন সহকারীও চলে যায়। তারা দুজনে আর কখনোই ফিরে আসেনি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.