আমাদের কথা খুঁজে নিন

   

বি এন পি সফলতার ২০০১-২০০৬ সাল

আজকের সংবাদ পত্রিকার এক পাঠকের মন্তব্য: "বি এন পি সফলতার ২০০১-২০০৬ সালbr /> শুরুতেই সংখ্যালঘু এবং আওয়ামীলীগ নেতা কর্মিদের উপর অত্যাচার, বোমাবাজি, চাঁদাবাজি, হত্যা, লুট, দংশন এবং অবশেষে সাড়ে ৩ বৎসর এর মাথায় যৌথ বাহিনীর আ্যকশন তাও আবার প্রভু আমেরিকা-ইউরোপ এর চাপে। সরকারী মদদে চট্রগ্রামে ১০ ট্রাক বগুডায় ২ ট্রাক অস্্র। ১৭ই আগষ্ট সারা বাংলাদেশে একযোগে বোমাবাজি উদযাপন। ২১ই আগষ্ট বঙ্গবন্ধু এভিনিয়ে গ্রেনেড মেরে আওয়ামীলীগ এর ২৪ নেতাকর্মি হত্যা এবং ৩০০ মত পঙ্গু করে দেওয়া। এম পি আহসান উল্ল্যা মাষ্টার শাহ এ এস এম কিবরিয়া হত্যা এবং ব্রিটিস রাষ্টদুত আনোয়ার চোধুরীর উপর গ্রেনেড় হামলা।

ঢাকা সিটি কর্পোশন এর ৯ কমিশনার হত্যা এবং বাকিদের ৩ জন করে নিরাপত্তা গার্ড নিয়োগ। বাংলাভাই মিডিয়ার সৃষ্টি। তারেক জিয়ার কমিশন বন্ধ করে দেওয়ায় জয়নাল হাজারীকে পুজি করে বি এন পিকে ক্ষমতায় নিয়ে আসা ফেনীর ডি সি সোলেয়মান চোধুরীকে সচিব প্রর্যায়ে ৫ বৎসরে ১১ বার ট্রান্সফার করা তাও আবার শেষের ২ বছর প্রেসিডেন্ট এর অফিসে ছিল। বিদুৎ এর জন্য আন্দোলন কারী ৭ জনকে গুলি করে হত্যা, সারের জন্য আন্দোলন কারী ৩ জনকে গুলি করে হত্যা এবং ঢাকা ডেমরায় পানির জন্য এম পি সালাউদ্দিন সাহেবকে সাধারন লোকজনের দৌড়রানো। বিদেশ থেকে লোন না আনতে পেরে সাইফুর রহমান সাহেবের সব কিছুর উপর ১২০% হারে টেক্স র্নিধারণ তারপর থেকে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি শুরু হওয়া।

প্রতিটি গ্রামের যুবক ছেলেরা বি এন পি’র মিছিল-মিটিং এ না যাওয়ার কারনে তাদের বিরুদ্ধে অহেতুক থানায় মামলা দেওয়া ছাড়া আপনারা গত ৫ বৎসরে আর যদি কিছু করে থাকেন তাহলে দয়া করে আমাদেরকে জানালে খুশি হব। দেশের জনগন তো একবার আপনাদেরকে ২০০১-২০০৬ সাল পর্যন্ত সুন্দর রাষ্ট ব্যবস্থা পরিচালনার জন্য ২০০৮ সালের নির্বাচনে পুরিস্কুত করেছে। এবার আপনাদেরকে কি পুরিস্কুত করা যায় তা আপনারাই ঠিক করে দিন। " ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।