আমাদের কথা খুঁজে নিন

   

ছোট সোনা তুমি সৌভাগ্যবান..তারপর ও আমার অশ্রুটুকু তোমার জন্য

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... কি লিখব বুঝতে পারছি না....এই সব মানুষরুপী জানোয়ার দের কি বলে সম্বোধন করব তা ও বুঝতে পারছি না....তারপর ও দিলাম...দেখুন আমাদের আশেপাশের মানুষরুপী পিশাষ দের কাজ....যা পশ্চিমা বর্বরতাকে ও হার মানায়...... তুমি সৌভাগ্যবান এই ভেবে ...নির্মম পৃথিবীতে ওরা তোমাকে তিলে তিলে নিশ্বেষ করে দিত...তার চেয়ে ভালো নয়কি তুমি নির্মমতার স্বীকার হওয়ার আগে ই চলে গেলে। তোমাকে কারো পাপের দায়ভার নিয়ে বেঁচে থাকতে হবে না।তোমাকে যে সৃষ্টি করেছেন তাঁর কাছেই তুমি তোমার মূল্য পাবে।এই নিশ্ঠুর পৃথিবী তার পাপের ভান্ডারে তোমাকে আশ্রয় দিয়ে নিজে তার পাপের ভাগিদার তোমাকে করতে চায়নি....চায়নি ঐ মানুষ নামী পশুদের দলে তোমাকে ভেড়াতে।তোমাকে কলঙ্কিত করতে চায়নি। যদিও অন্য কারো পাপের কারনে তোমার আগমন তারপর ও তুমি নষ্পাপ....আর নিশ্পাপ হয়েই বেঁচে থাকবে পরজনমে।তাই তুমি সোভাগ্যবান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।