আমাদের কথা খুঁজে নিন

   

ইহুদি ধর্ম

আমি ছাড়া কোন শয়তান নাই এবং ঈশ্বর আমার প্রিয় বান্দা ও একমাত্র বন্ধু। সর্বশক্তিমান ও সর্বশেষ্ঠ অসরের নামে শুরু করলাম এখানে আগে প্রকাশিত অনেকেই বলেছে ইহুদি ধর্ম টা কেমন? কি আছে তাহার মাঝে? সবার এই ধারনার জন্য আমার এই লেখা। কেউ যদি এটা বিশ্বাস করেন আহলে নিজ দায়িত্ব নিয়ে বিশ্বাস করবেন। এর জন্য আমি দায়ি থাকব না। প্রথমে ইহুদির একটা বাণী দিয়ে শুরু করলাম, “শোন, ইস্রায়েল! প্রভু যিনি তিনিই আমাদের পরমেশ্বর, অদ্বিতীয়ই সেই প্রভু।

” ইহুদি ধর্মকে ‘জুডাইজম’ বলে। পৃথিবীর প্রায় ১৩৫ টি দেশে ইহুদি ধর্ম ছরিয়ে ছিটিয়ে রয়েছে। মুসলমান দেশের মাঝে রয়েছে ইয়েমেন, তিউনেসিয়া, মরক্কো, তুরস্ক উল্লেখ্যযোগ্য। জেরুজালেম নগরী ও টেম্পল মাউন্ট উপাসনাগৃহ ইহুদিদের জন্য সবচেয়ে পবিত্র। ইরাকেরপূর্ব-দক্ষিণ থেকে শুরু প্যালেস্টাইন অঞ্চলের ২২ অক্ষর বিশিষ্ট ডান থেকে বাম দিকে লিখার রীতিকে হিব্রু ভাষা বলে।

আর এই ভাষার রীতি অনুসারি মানুষদের হিব্রু জাতি বলা হয়। আর এই হিব্রু জাতির ধর্ম বিশ্বাসই জুডাইজম। হিব্রু ভাষার প্রবর্তিত পাঁচ খন্ডের ‘তোরাহ’ হল ইহুদি বা জিউ বা জুডাইজমদের ধর্ম গ্রন্থ। তোরাহ মতে ইহুদির আদি পিতা ‘আব্রাহাম’। আব্রাহামের সঙ্গে এখন থেকে চার হাজার বছর আগে ঈশ্বরের এক পবিত্র চুক্তি হয়েছিল।

এই চুক্তির দ্বারা একঈশ্বর বাদী ইহুদি ধর্মের সৃষ্টি হয়। আব্রাহামের মূল জন্মস্হান ছিল মেসোপটেমিয়ার ‘উর‘ প্রদেশে (ইরাকের দক্ষিণ)। আব্রাহামের সমাজে মূর্তি পূজার প্রাধান্য ছিল। আব্রাহাম মূর্তি পূজার ঘোরত্র বিরোধী ছিলেন বলে ঈশ্বর তার প্রতি সন্তুষ্ট হয়ে আব্রাহামকে নিজ ভুমি ত্যাগ করার শর্তে কেনানে (ইস্রাইল) তার ও তার বংশধরদের নিরন্ন বসাবাসে অধিকার দেন। ঈশ্বর এই প্রতিশ্রুতির চিরস্থায়ি প্রমান স্বরুপ, ঈশ্বর আব্রাহামকে নিজের ‘খাতনা‘ এবং ভবিশ্যৎ সকল পুরুষের খাতনা বিধান চালুর নির্দেশ দেন।

আব্রাহামের পূর্ব নাম ছিল আব্রাম এবং তার স্ত্রী সারাহ্ র পূর্ব নাম ছিল সারাই। আব্রাহামের পুত্র ইসমাইল সারাহ্ র গর্বজাত নয়। ইসমাইলের মাতার নাম ‘আগার‘। তিনি ছিলেন সারাহ র মিসরীয় সহচারী। আব্রাহামের ১০০ বছর বয়সে এবং স্ত্রী সারাহর ৯০ বছর বয়সে ইসহাকের জন্ম হয়।

ঈশ্বরের কৃপায় আব্রাহামের বংশ বৃদ্ধি পেতে থাকে। আব্রাহামের পুত্র ইসহাকের ঔরসে রেবেকার গর্ভে দুই জমজ পুত্র ‘এসু’ ও ‘জ্যাকবের’ জন্ম হয়। সন্তান গর্ভে ধারনকালীন সময়ে রেবেকা স্বপ্নে জেনেছিল যে তার গর্ভের এসু ও জ্যাকব ইহুদি জাতির দুটি গোত্রের প্রতিষ্ঠাতা হবেন। চলবে………। সূত্রঃ বিশ্বের ধর্ম পরিচিতি ( ডঃ মোঃ শাজাহান কবির) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।