আমাদের কথা খুঁজে নিন

   

আমার যত অ-কর্ম, কু-কর্ম, শিল্পকর্ম

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) পড়তে বসলে দুনিয়ার যত্ত কাজ আর চিন্তা মাথায় আসে। অকর্ম-কুকর্ম-শিল্প কর্ম সব কর্ম সব বই-খাতা নিয়ে বসলেইমাথা থেকে বের হয়।

আকজে হাজির হয়েছি নিজের সেইসব কুকর্ম বলেন আর শিল্পকর্ম-ই বলেন তা নিয়ে সামনে শিল্পকলার পরীক্ষা, সাত দিন বন্ধ থাকলেও নানান কারনে পড়ায় মনবসাতে পারছি না। যাও একটু-বা বই নিয়ে বসেছি শুরু হয়ে গেলো শিল্প কর্ম ১। রংয়ের এক গোল্লা দিয়ে কি সুন্দর করে বানিয়ে ফেললাম ২। একা একা কি আর ভাল লাগে! একটা বোন লাগে না বুঝি...তাই ৩। বড় আপু-ছোট আপু ৪।

বই-খাতা-নোট একটু সুন্দর না হলে কি পড়তে ভাল লাগে ৫। আরেকটা ৬। খাতায় পরীক্ষার রুটিন আর পড়ার রুটিন লিখে রেখেছিলাম। তার পাশে ৭। পরীক্ষার সময় পড়তে পড়তে গ্রুপের লোগোর খসড়াটাও করলাম ৮।

মোটামুটি ফাইনাল ৯। কিছু মিছু; ফোর-ফাইভে আমার বই-খাতা সর্বত্রজুড়ে ছিলো এটা। চার ফোটা থেকে ১২/১৫ ফোটা দিয়েও করা যেতো। এটার জ্বালায় অতষ্ট হয়ে টিচার একবার শাস্তি দিয়েছিলেন ১০। ভার্সিটি কোচিং করতাম তখন, ক্লাসে বসে একদিন এই আকাম ১১।

ডায়নোসর আমলে আমার টেবিলে করেছিলাম এটা এইরকম অকর্ম-কুকর্ম-শিল্প কর্মে আমার মাথা অল্টাইম গিজগিজ করে। এখন আপনারাই বলেন যার মাথা এইসব দিয়ে ঠাসা সে পড়াশুনা করবে কখন! আল্লাহ! আমার এইসব শিল্পকর্ম গুলান একটু দূর করে দাও সবাই আমার জন্যে একটু জামায়েতে দোয়া করবেন যাতে ভাল হইবার পারি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।