আমাদের কথা খুঁজে নিন

   

SAMU তে Password সংক্রান্ত

কোন পথে ঠিকানা, নাই জানা .......... রাতে সামুতে কাজ করে ঘুমিয়েছেন, সকালে উঠে আর সামুতে লগিন করতে পারছেন না। আপনার একাউন্টটি হ্যাক হয়ে গেছে। অন্যএকজন আপনার একাউন্ট ব্যবহার করে নানান অসামাজিক ও রাষ্ট্রদ্রোহী পোষ্ট দিয়ে যাচ্ছে। আপনি দেখছেন কিন্তু কিছুই করতে পারছেন না। উপরের লেখাটি কাল্পনিক হলেও, যদি এমন হয় তাহলে কেমন হবে ভেবে দেখুন তো।

নিশ্চই খুব ঝামেলা/বিপদ হতে পারে। অবশ্যই যে কোন একাউন্টের নিরাপত্তার ব্যপারে সতর্ক থাকুন। সমসাময়িক সময় এবং অবস্থার পরিপ্রেক্ষিতে প্রত্যেকের প্রত্যেক ব্লগ/সাইট/ফেসবুক সহ নানান সোস্যাল নেটওয়ার্ক-এর বিভিন্ন একাউন্ট-এর নিরাপত্তা জোরদার করা খুবই জরুরী। একাউন্টের নিরাপত্তায় একাউন্ট পাসওয়ার্ড হচ্ছে প্রথম এবং প্রধান ধাপ। এ ক্ষেত্রে পাসওয়ার্ড যত জটিল/শক্তিশালী হবে চুরি/হ্যাক হওয়ার সম্ভাবনাও তত কমে যাবে।

কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে সামুতে বিশেষ কোন জটিল পাসওয়ার্ড দিতে গিয়ে আমি ব্যার্থ হয়েছি। বিশেষ চরিত্র/স্পেশাল ক্যারেক্টার এর কোন পাসওয়ার্ড দেওয়া যাচ্ছে না। পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য নুতন পাসওয়ার্ড এর ঘরে বিশেষ চরিত্র/স্পেশাল ক্যারেক্টার যুক্ত পাসওয়ার্ড দিয়ে সেভ দিলাম, কিছুক্ষণ দেখাচ্ছে সেনডিং তার পর বলছে "আপনার পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তিত হয়েছে"। কিন্তু কিছুই হয়নি। আগের পাসওয়ার্ড দিয়েই আমাকে লগিন করতে হয়।

আবার যখন আমি বিশেষ চরিত্র/স্পেশাল ক্যারেক্টার ছাড়া কোন পাসওয়ার্ড দিই তখন ঠিকই পরিবর্তন হয়। এই ব্যর্থ প্রচেষ্টাটি আমি গতকাল থেকে করে আসছি। আমার কোন ভূল হলে সামু ক্ষমা করবে আশাকরি। আর যদি সামুর সার্ভারে পাসওয়ার্ড পলিসিগত কোন দূর্বলতা থাকে তবে তা অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতঃ বিশেষ চরিত্র/স্পেশাল ক্যারেক্টার যেমন: !@#৳%^ ইত্যাদি যুক্ত পাসওয়ার্ড দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।