আমাদের কথা খুঁজে নিন

   

সকালবেলাই মেজাজটা খারাপ হয়ে গেলে দিন কেমন যাবে?

এক পত্রিকায় পড়লাম আজ থেকেই চালু হচ্ছে নিয়মিত ট্রানজিট ! যেখানে চুক্তি ই হয়নি, সেখানে নিয়মিত ট্রানজিট কি করে হয়? কিছুতেই বুঝে আসছে না। আমাদের মনিমুক্তা ( সে এক আজব চীজ ), হাসিতে তার shit ঝরে। কথা ঘুরিয়ে বলতেও পারেনা, সুতরাং মিথ্যা কথা বলে আর ধরা খায়, আর বেকুবের মতো হাসে। সেভাবেই shit ঝরিয়ে বলে ফেলল, দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়নি ! শালার কোন দেশে আছি ! আমার মনে হয় ইনি, তার বা তাদের প্রতিমার মুর্তির কথা ভেবেছেন। যা কখনোই নষ্ট হয়না, প্রতিবারই নতুন করে গড়া যায়। শালার মানুষ। এদের লজ্জাশরম ও নাই, ভালোমন্দ বোঝার বোধটুকুও নাই। কি করবে ? সব বিকিয়ে দিয়ে তারা যে আজ নিঃস্ব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.