আমাদের কথা খুঁজে নিন

   

রোডমার্চে রাজশাহীতে খালেদা জিয়ার পথসভাও হচ্ছে না, সিরাজগঞ্জ ১৪৪ ধারা ও সিংড়ায় বাধা পাওয়া আশঙ্কা বিএনপির

রাজশাহী অঞ্চলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোড মার্চ করলেও কোনো পথসভাও হচ্ছে না রাজশাহীতে। নওগাঁর মান্দা হয়ে রোডমার্চের গাড়ি বহর নগরী হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাবে। তবে নগরীর কোথাও পথসভা করবেন না। গতকাল সোমবার মহানগর বিএনপির সংবাদ সম্মেলন থেকে এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। রোডমার্চের প্রচারণায় গিয়ে ছাত্রদলের হাতে নাদিম মোস্তফা লাঞ্ছিত : সংঘর্ষে আহত ১০ খালেদা জিয়ার রোডমার্চের প্রস্তুতি সভা চলাকালে রাজশাহীর বাঘাতে বিএনপির দুগ্রুপের মধ্যে সংষর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ছাত্রদলের হাতে লাঞ্ছিত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিউমার্কেট বহুতল করার পরিকল্পনা রাসিকের : রাস্তা প্রশস্ত ও সরলীকরণের কাজ উদ্বোধন রাজশাহী নিউমার্কেটকে বহুতল মার্কেটে উন্নীতকরণের পরিকল্পনা রয়েছে। সেখানে আরো অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। গতকাল সোমবার শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি চত্বর থেকে সাহেববাজার পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধনকালে এ কথা বলেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি চত্বর থেকে সাহেববাজার পর্যন্ত রাস্তা প্রশস্ত ও সরলীকরণের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে দুপুরে রাজশাহী শিল্প ও বণিক সমিতির পাশে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌজন্যে : দৈনিক সোনার দেশ (অন-লাইন)১৭-১০-২০১১ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।