আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিটিকাল যুক্তরাষ্ট্র

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মুক্তি দিতে মিশরীয় সেনা কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার জার্মানির পক্ষ থেকে মুরসিকে মুক্তি দেওয়ার আহবান জানানোর কয়েক ঘণ্টা পর এ আহবান জানায় মার্কিন প্রশাসন। গত ৩ জুন গণবিক্ষোভের মুখে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বন্দি আছেন মুরসি। তিনি ‘নিরাপদে’ আছেন দাবি করা হলেও তাকে কোথায় রাখা হয়েছে এ ব্যাপারে মুখ খুলছে না সেনাবাহিনী। মুরসির ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় এখন পর্যন্ত ৭০ জনের বেশি লোক নিহত হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে স্বপদে বহাল রাখতে শুক্রবার রাজধানী কায়রোর রাস্তাজুড়ে বিক্ষোভ করে ব্রাদারহুড সমর্থকরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার সকালেও শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত রেখেছে মুরসি সমর্থকরা। মিশর ইস্যুতে নীতি নির্ধারণের ক্ষেত্রে বেশ দোটানায় পড়লেও শুক্রবার জার্মানির পক্ষ থেকে মুরসির মুক্তি দাবি করা হলে যুক্তরাষ্ট্রও জার্মানির সঙ্গে ঐকমত্য পোষণ করে মুরসিকে মুক্তি দেওয়ার আহবান জানায়। জার্মানির দাবির সঙ্গে যুক্তরাষ্ট্র একমত কিনা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পাকসিকে তার নিয়মিত সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করা হলে তিনি একটু সময় নিয়ে বলেন, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রও একমত। এর আগে শুক্রবার মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার বন্ধে মিশরের প্রতি আহবান জানায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।

একই সঙ্গে কোনো বিশেষ দলকে লক্ষ্যবস্তুতে পরিণত না করতেও কর্তৃপক্ষকে সতর্ক করে দেয় ওবামা প্রশাসন ও জাতিসংঘ আমেরিকার এই ধরনের বক্তব্য আসলেই পীড়াদায়ক। তারা একদিকে মুরসি বিরোধীদের অর্থ সহায়তা দিচ্ছে আবার এ ধরনের দাবি জানিয়ে মিশর এর সাধারণ জনগণ এর কাছে ক্লিন ইমেজ রাখতে চাচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।