আমাদের কথা খুঁজে নিন

   

কুরুচিপূর্ণ ব্লগারদ্বয়ের ব্যান, বখাটে স্বপ্ন/বুরিদের "লোক দেখনো সুশিলতা," জানা আপুর অবস্থান এবং একজন লোনলিফাইটার।

So lately, been wonderin, who'll be there to take my place. When I'm gone, you'll need LOVE, to light the shadows on your face....If I could, then I'd, I will go wherever you will go.. Way up high, or down low, I will go wherever you will go... চুপচাপ থাকতে চেয়েছিলাম। কিন্তু কখনও কখনও খুব কঠিন হয় দাঁড়ায় বিষয়টি। প্রথমেই বলে নেই, এখানে বেশ কিছু গালি কোট করা হবে, সুতরাং আপনার কোনরূপ আপত্তি থাকলে পোস্ট না পড়াই শ্রেয়। পরে বললে চলবে না আপনাকে অসম্মান করে ফেলেছি। ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩০ মিনিটে আসা ব্লগার বুরি'র একটি পোস্ট এবং তাতে জানা আপুর সদয় দৃষ্টিপাত এবং পোস্টের (আপাত) সৎ উদ্দেশ্যই কিছু কথা বলতে বাধ্য করছে।

ব্লগার বুরি নারী ব্লগারকে আক্রমন করার কারনে যাদের ব্যান চেয়েছেন, এই কুরুচিপূর্ণ মগজগুলো ব্লগে না থাকাই শ্রেয়, তাই তাঁকে সাধুবাদ জানাই তার উক্ত পোস্টের জন্যে। কিন্তু, একটি বিষয়ে নজর না দিলেই নয়! বখাটে স্বপ্ন'র যে পোস্ট থেকে এই বিতর্কের সূত্রপাত, The post itself was a huge provoke to a lot! তবে তা আমার আপত্তির বিষয় হতে পারে না। কিন্তু যেই পোস্টে কুরুচিপূর্ণ বক্তব্যের জন্যে ~টোনা~ এবং লগড ইন! ব্যান হলেন, সেই একই পোস্টে আরও বাজেভাবে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য এসেছে(আমারও মন্তব্য রয়েছে, ভিন্ন মতের অনেকের কাছেই যা খারাপ লাগতে পারে। ) এবং আমরা রাজনৈতিক পোস্টে এই বিষয়গুলি অনেকটা মেনে নিয়েছি বলা চলে। কিন্তু যে বখাটে স্বপ্ন পোস্ট দিলেন এবং যেই বুরি তা নিয়ে পোস্ট দিয়ে ব্যান চাইলেন, তাদের মন্তব্য দেখে, পড়ে কোনোভাবেই মনে হয় নি, যে তারা একজন নারীর সম্মান রক্ষার "উদ্দেশ্যে" পোস্ট করতে পারেন।

কারন তাদের মন্তব্যগুলোই দেখুন! এছাড়াও, যে মন্তব্য ব্লগার বখাটে স্বপ্ন মুছে দিয়েছে(খুজে পাইনি), তা পাই ব্লগার বুরির পোস্টে কাজী মামুনহোসেন এর করা ২৩ নং মন্তব্যে। কাজী মামুনহোসেন বলেছেন: আগে নিজের ঘর থেকে শুদ্ধি অভিজান শুরু করুন...... বাখাটে স্বপ্ন নিজেও ত গালাগালী সেটা বললেন না কেন ? ---------------------------------------------------------------------- //তুই কি জানস শেখ হাসিনা এই সাকারে বিয়া করতে চাইছিল। হইলে কি করতি এখন? আর এখন তোর আম্মিজান আমার খেদমতে আছে, ভালোই ব্লোজব দিতে পারে। সাকার খেদমতে তাই তোরে পাঠাবো। // --------------------------------------------------------------------------- এটা বকাটে স্বপ্নের আপনার লিংক দেয়া পোস্টের সর্বশেষ মন্তব্য ক্রোধ, রাগ সবার আছে।

আমিও তার উপরে নই। গালি আমিও অনেক সময় দিয়েছি, কনফেস করছি!!! কিন্তু সবকিছুর একটা মাত্রা আছে। অন্যদেরকে "নারীর অসম্মান নিয়ে অনেক বলবো আর নিজেরা এমনকি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মেয়েদের সাথে তুলনা করে মন্তব্য দিবো, এই রকম দুমুখো চিন্তাধারা কোথা থেকে আসে? গালি দিবো, কিন্তু বিপক্ষ থেকে এলেই সব ভুল? আগেও কনফেস করেছি, পোস্ট একটি প্রভোক ছিল, আমিও গালি দিয়েছি! কিন্তু আমাকে অযথা ট্যাগিংই এর কারন! নিজের দোষও ঢাকবো না!! ব্লগ ব্যাবহারের শর্তাবলী ভঙ্গের জন্যে ওই দুই কুরুচিপূর্ণর যদি ব্যান হয়, তাহলে উপরের ব্লগার বুরি এবং বখাটে স্বপ্নর জন্যেও সামু কর্তৃপক্ষকে অবশ্যই ব্যাবস্থা নিতে হবে!! কারন আর যাই হোক, নিজে চুরি করে অপরকে চুরি না করার উপদেশ দেওয়া ঠিক নয়। আমি ইনভলভ হয়েছি, তার প্রথম কারন ব্লগার(!) বুরির আমাকে টার্গেট করে বাজে মন্তব্য করা! আর দ্বিতীয় কারন, তাদের গালিবাজি এবং ব্লগার বুরির "একপক্ষের" ব্যান চাওয়া!!! যদি সততার যায়গা থেকে পোস্ট দিতেন, অবশ্যই তিনি বখাটে স্বপ্নরও ব্যান চাইতেন! ওরা যা যা করেছে, ১) ব্যাক্তি আক্রমণ। ২) প্রধানমন্ত্রীর সম্মানহানী (দুর্ভাগ্যবশত, উনিও একজন নারী)।

৩) রাষ্ট্রের প্রতি অবমাননা। ৪) অযৌক্তিক ট্যাগিং। ৫) বাজে ও আপত্তিকর শব্দের যথেচ্ছ এবং একটানা ব্যাবহার। আমি কারো ব্যান চাই না। জানা আপা নিজে বিষয়টিতে ইনভলভ ছিলেন, তাই আমি আর বেশী কিছুও বলতে চাই না।

শুধু সুবিচার চাই। যে অপরাধে দুজন অপরাধী শাস্তি পেয়েছে, উক্ত ব্লগারও সেই একই অপরাধে অপরাধী। তবে শাস্তি সমান চাই!! শেষ কথায় স্মরণ করতে চাই ব্লগার লোনলিফাইটারকে। স্বাধীনতার চেতনাকে ধারন কারী এই ব্লগারকে বারবার শাস্তির কোপে পড়তে হয়েছে, কারন আমরা অনেকেই জানি। গন-রিপোর্ট উদ্দেশ্য প্রণোদিত হয়ে কারা করে, তাও কারো অজানা নয়।

কিন্তু সেই একই অপরাধে অপরাধী প্রচণ্ড গালিবাজ ব্লগারদের কখনই শাস্তি পেতে হয় না। কারন লোনলিফাইটার আসলেই লোনলি, তার কোন সিন্ডিকেট নাই। জানা আপুর জ্ঞাতার্থে পোস্ট এর আপডেট অংশ। ভুল উচ্ছ্বাস নামক ব্লগার আমার পোস্টে বেশ অনেক্ষন নানা ভাবে গালি ডিফেন্ড করে শেষে চলে যায়। অতঃপর সে খুঁজে-পেতে ফেসবুকের একটি কমেন্ট নিয়ে আসে, যাতে আপনাকে প্রচণ্ড অপমান করা হয়েছে, একজন নারীর প্রতি যা আমি মেনে নিতে পারিনা!!!! ফেসবুকের ওই গ্রুপেও আমি ছিলাম না, কোন ধারণা ছিল না এই বিষয়ে!! আমি লোনলিফাইটার এর পরিচয় ও ভুমিকা বিষয়ে ব্লগে অবগত।

আমি আপনার অপমান হবে ভেবেই তা মুছে দিয়েছি। শেষে উনি আপনাকে অপমান করার শেষ চেষ্টাটিও না ছেড়ে গালিটি পোস্ট দিলেন এবং সাথে আমার ব্যান চেয়ে। উনি আমারও দুই একটি "গালি" পোস্টে জুড়ে দিয়েছেন, আমি লজ্জিত এর জন্যে, এর পেছনে প্রভোকেশনের ব্যাখ্যা হয়ত আমি দিয়েই দিয়েছি পোস্টে, আর নিজেকে একশত ভাগ শুদ্ধও দাবি করিনি আজকেও!! তবে হাস্যকর বিষয় হল এই পোস্ট এর বিরোধীতা করে দেওয়া সকল পোস্টে আমাকে মন্তব্য ব্লক করে রাখা হয়েছে, তাই যা ইচ্ছা চাপিয়ে দিচ্ছে, এমনকি ছাগুদের বিরুদ্ধে করা প্রতিবাদও তুলে ধরে আমাকে গালিবাজ বলছে। তবে উনারও দুই একটি মন্তব্যের উদাহরণ আপনার দেখা দরকারঃ ফ্যাক্ট ফেসবুক + ফ্যাক্ট ব্লগ! নিজেকে ডিফেন্ড করে এই অংশটি দিলাম, তবে পোস্ট এর শুভ উদ্দেশ্য থেকে সরতে চাই না বলে বলছি, আপনি ইগ্নোরও করতে পারেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.