আমাদের কথা খুঁজে নিন

   

ই-বুক ষড়যন্ত্রে অভিযুক্ত অ্যাপল

টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে, ইলেকট্রনিক বুক বা ই-বুকের দাম নির্ধারণের ক্ষেত্রে অ্যাপল ইনকর্পোরেট প্রকাশকদের সঙ্গে চক্রান্তে জড়িত ছিল। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একজন বিচারক এ বিষয়টি নিয়ে রুল জারি করেছেন।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের বিচারক ডেনিস কোট বলেছেন, “আইপড নির্মাতারা বাণিজ্য নিয়ন্ত্রণের চক্রান্ত করেছিল।”
তবে অ্যাপলের মুখপাত্র টম নয়েমার জানিয়েছেন, অ্যাপল এ রুলের বিরুদ্ধে আপিল করবে এবং এ মিথ্যা অভিযোগের বিরুদ্ধে লড়াই করবে। অ্যাপলের সঙ্গে অভিযুক্ত আরও পাঁচটি প্রকাশনা সংস্থা ইতিমধ্যেই সমঝোতায় চলে এসেছে। এ রকম প্রকাশনা সংস্থার মধ্যে রয়েছে পেঙ্গুইন, হ্যাচেট, হারপার কলিনস, ম্যাকমিলান, সাইমন ও শুস্টার।
ক্ষতি নির্ধারণ করার জন্য নতুন শুনানির তারিখ ঘোষণা করেছেন বিচারক। অন্যদিকে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এ বিষয়টি নিয়ে কোনোপ্রকার সমঝোতায় যাবেন না, এমনটাই আভাস দিয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।