আমাদের কথা খুঁজে নিন

   

৩১১ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার

সপ্তম উইকেটে ইয়ান বেল আর স্টুয়ার্ট ব্রডের ১৩৮ রানের জুটিটা হয়তো আরও বড় সংগ্রহেরই স্বপ্ন দেখাচ্ছিল স্বাগতিকদের। কিন্তু আজ চতুর্থ দিনে খুব বেশি সময় ব্যাটিং করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। গতকালের সঙ্গে আর ৪৯ রান যোগ করে অলআউট ইংল্যান্ড। তার পরও অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টটি জয়ের জন্য ৩১১ রানের লক্ষ্যটাও খুব একটা সহজ হবে না অস্ট্রেলিয়ার জন্য। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয়েছে বিনা উইকেটে ২৮ রান।


৯৫ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করেছিলেন বেল। ক্যারিয়ারের ১৮তম টেস্ট সেঞ্চুরিটা তুলে নিতে কোনো ভুল করেননি এই ডানহাতি ব্যাটসম্যান। তবে ইনিংসটা খুব একটা বড় করতে পারেননি। মিচেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন ১০৯ রানের মাথায়। ইংল্যান্ডের সপ্তম উইকেটের লড়াকু জুটিটা অবশ্য ভেঙেছিল তারও আগে।

দিনের অষ্টম ওভারেই স্টুয়ার্ট ব্রডকে আউট করে অস্ট্রেলিয়াকে ভালো সূচনা এনে দিয়েছিলেন প্যাটিনসন। মধ্যাহ্নবিরতির সাত ওভার আগে ইংলিশ শিবিরে শেষ আঘাতটা হানেন পিটার সিডল। এক ওভারেই তুলে নেন গ্রায়েম সোয়ান আর জেমস অ্যান্ডারসনের উইকেট। ৩৭৫ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।