আমাদের কথা খুঁজে নিন

   

ভবিষ্যতে মানুষ-রোবট মিলন হবে!!!!!

সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, ভবিষ্যতে মানুষ রোবটের সঙ্গে সম্পর্কে জড়াবে। আর সময়টা খুব বেশিও নয়- মাত্রই চার দশক পরে। মানুষের সঙ্গী হবে রোবট এবং সে রোবটের সঙ্গে তাদের শারীরীক সম্পর্কও হবে। এইডসের ঝুঁকি মোকাবেলায় এ পদ্ধতিকেই বেছে নেবে মানুষ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন-এর টুরিজম ফিউচারোলজিস্ট ইয়ান ইওম্যান এ তত্ত্ব দিয়েছেন। ইয়ান ইওম্যান জানিয়েছেন, ‘২০৫০ সাল নাগাদ টুরিজমে স্থান করে নেবে বিভিন্ন ইনডোর টুরিজমভিত্তিক পণ্য যার মধ্যে রয়েছে রোবো-বার স্টাফ, রং পরিবর্তনকারী হোটেল রুম এবং রোবো যৌনকর্মীও। ভবিষ্যতের ভ্রমনবিলাসীর জন্য এসব পণ্য খুবই পরিচিত হয়ে উঠবে। ’ ইয়োম্যান জানিয়েছেন, রোবটের গুরুত্ব বেড়ে যাবে কারণ, রোবট কম খরচে অধিক কর্মক্ষম। আর এতে টুরিজম ক্ষেত্রে রোবটের ব্যবহার বেড়ে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.