আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বতত্ত্বের" আনুষ্ঠানিক স্বীকৃতি

এবারের নোবেল বিজয়ীরা আবিস্কার করেছেন যে, আমাদের বিশ্ব যে সুধু প্রসারণশীল সুধু তা-ই নয়। এই প্রসারণ ত্বরণ খুব-ই গতি সম্পন্ন । তারা এই আবিস্কার করেছেন অতি দূরবর্তী ১-ক অতি নব তারা দেখে যাদের খুবই অস্পষ্ট ভাবে আমাদের পৃথিবী থেকে দেখা যায় । কেননা বিশ্ব অতি ধ্রুত গতিতে প্রসারনশীল - দূরত্ব যত বেশি , দূরে চলে যাওয়ার গতিও ততবেশী। সল পার্লমুটার ১৯৮৮ সাল থেকে যে প্রকল্পের প্রধান তার নাম অতি নব তারা বিশ্বসৃষ্টি তত্ত্বের প্রকল্প। অন্যদিকে ব্র্যায়ান স্মিড ও এডাম রিস ১৯৯৪ সাল থেকে যে প্রকল্পটি পেয়ে কাজ করছেন তার নাম অতি উচ্চ মানের বা হাই-জেড মানের অতি নব তারা অন্বেষণ প্রকল্প। তাদের তিন জনের নোবেল প্রাপ্তিকে বলা হয় বিশ্ব তত্ত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি। লিঙ্কে ক্লিক করার পর স্কিপ এড' এ ক্লিক করুন। নোবেলের সকল অজানা তথ্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.