আমাদের কথা খুঁজে নিন

   

কমপিউটার প্রোগ্রাম দিয়ে বাইবেলের আদি লেখকদের খোজ বের করা হচ্ছে!!!

নিশ্চিত ভাবে কে বাইবেলের লেখক তা নিয়ে হাজার বছর ধরে অনেক যুক্তি তর্ক চলছে। এইবার ই প্রথম কমপিউটার দিয়ে খোজ বের করা হবে কে বা কারা প্রথম বাইবেল লিখেন। নতুন এই এলগরিদম(প্রোগ্রামিং কোডিং কৌশল) ঠিক কে বাইবেল লিখেছিলেন তা বের করতে না পারলেও,বাইবেলের কোন প্যারাটা কয়জন লেখক লিখেছেলন বা ভিন্ন ভিন্ন লিখেক কোথায় একজনের পর আরেকজন লিখার ধারাবাহিকতা রেখেছেন বা কোন প্যারায় নতুন লিখক লিখেছেন তা বিশ্লেষন করে বের করবে। উদাহারন সরুপ অনেকে বলেন বাইবেলের প্রথম পাচ চাপ্টার যা তাওরাত কিতাব নামে পরিচিত তা মসেস বা মুসা লিখেছিলন। আবার অনেক এক্সপার্ট বলেন এটা মসেস নিজে না,আরও বেশ কয়কজন লিখক মিলে লিখেছেন।

এই ধরনের বির্তক দুর করতে এই কমপিউটার প্রোগ্রাম সাহায্য করবে। এ প্রোগ্রাম বাইবেলের বিভিন্ন শব্দ/প্রতিশব্দ এবং লিখার ভংগি মিলিয়ে মিলিয়ে ঠিক করবে কয়জন লিখক এখানে লিখেছেন। বাইবেল ফ্যাক্ট- বাইবেল দুই ভাগে বিভক্ত। Old Testament এবং New Testament. এদের ভিতর প্রথমটির অধিকাংশ লিখা হয়েছে হিব্রু ভাষায় আর কিছুটা আরামিক ভাষায়। শেষেরটি লিখা হয়েছে গ্রিক ভাষায়।

সবচেয়ে পুরানো Old Testament এর কপিটি পাওয়া যায় Dead Sea Scroll যা ১৯৪৭-১৯৫৬ এক গুহা থেকে উদ্ধার করা হয়। New Testament অংশটি পরবর্তী বিভিন্ন লিখকের লেখা থেকে পাওয়া যায় যারা কিনা দাবি করেন তার বাইবেলের বর্নিত বিভিন্ন ঘটনা নিজের দেখেছিলেন যেমন জন পল। ডেইলিমেইল ১৪ অক্টোবর ২০১১ থেকে ভাব নিলাম।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.