আমাদের কথা খুঁজে নিন

   

পান্তাভাত আর শুঁটকি মাছ খেয়ে ড্যারেন সামি...

.... ঢাকায় আসার আগে ভোজনরসিক বাঙালির বিশেষ এক পদের সুনাম হয়তো কারো কাছে শুনে থাকবেন। সেই খাবার 'ট্রাই' করে দেখার পরামর্শও নিশ্চয়ই পেয়েছিলেন। কিন্তু এমন দিনে সেটা খেতে গেলেন যে পেটের পীড়ায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটাই খেলা হলো না ড্যারেন সামির। আর ক্যারিবীয় অধিনায়কের পাকস্থলির এ বিভ্রাটের কারণ পান্তাভাত আর শুঁটকি মাছ! যে জন্য তাঁর অনুপস্থিতিতে কাল প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের নেতৃত্ব দিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ রামদিন। ওয়েস্ট ইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনার জানিয়েছেন, 'বুধবার (পরশু) রাতেই প্রথম সামির পেটের সমস্যাটা দেখা দেয়।

সেটি কাটিয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টাই তিনি করেছেন। কিন্তু এ ম্যাচ খেলার মতো ফিট হতে পারেননি। আশা করছি শনিবার দ্বিতীয় ওয়ানডের আগেই সেরে উঠবেন তিনি। ' ক্যারিবীয় দলের মুখপাত্র স্পুনার অবশ্য পেট খারাপের কারণটা বলেননি। তবে জানা গেছে, পান্তাভাত আর শুঁটকি মাছ তাঁর পেটে না সওয়ার ফলেই এ অবস্থা।

বুধবার রাতে হোটেলে নিজের রুমে ডিনার করার ঘণ্টাখানেক পর থেকেই পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন সামি। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দলের লিয়াঁজো অফিসার ফাহিম মুনতাসির জানান, 'সামি ডিনারের জন্য পান্তাভাত ও শুঁটকি মাছের অর্ডার দিয়েছিলেন। আরো পরে জানতে পারি যে তাঁর পেট খারাপ হয়েছে। সুত্র: কালের কন্ঠ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।