আমাদের কথা খুঁজে নিন

   

সম্পর্কসূত্র: ছাত্র-শিক্ষক

উপপাদ্য ১: প্রত্যেক শিক্ষকেরই ছাত্রদের বাঁশ দেওয়ার প্রবণতা থাকে, এবং এই প্রবণতা সময়ের সাথে সাথে সমানুপাতিক হারে বুদ্ধি পায়। উপপাদ্য ২: প্রত্যেক ছাত্রের শিক্ষককে গালি দেওয়ার প্রবণতা থাকে, এই প্রবণতা কেবল এবং কেবলমাত্র ছাত্রের পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে। উপপাদ্য ৩: ছাত্র এবং শিক্ষকের চিন্তাধারা বিপরীত মেরু বরাবর বিকর্ষণ করে। ক্লাস গতিবিদ্যার ১ম সূত্র: ক্লাসে না ঘুমিয়ে এবং না ফাঁকি দিয়ে আটটি টার্ম সম্পন্ন করা তাত্ত্বিকভাবে অসম্ভব। ক্লাস গতিবিদ্যার ২য় সূত্র: ক্লাস ফাঁকি দেওয়ার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ছাত্রের সিজিপিএ বৃদ্ধি পাবে যদি ও কেবল যদি ছাত্রটি আদর্শ আতেঁল হয়।

অন্য সকল ক্ষেত্রে ক্লাস ফাঁকির সাথে রেজাল্টের সম্পর্ক ব্যস্তানুপাতিক। ক্লাস গতিবিদ্যার ৩য় সূত্র: ক্লাসে ঘুমানোর হার ঐ দিনে মোট ক্লাসের সংখ্যা এবং শিক্ষক থেকে ছাত্রের দুরত্বের গুণফলের সমানুপাতিক এবং শিক্ষকের মেজাজের তাপমাত্রার বর্গের ব্যস্তানুপাতিক। ক্লাস গতিবিদ্যার ৪র্থ সূত্রঃ সামনের বেঞ্চে উপবেশনকারী ছাত্রদের মাথা ঝাকানোর কৌণিক বেগ শিক্ষকদের মেজাজের উত্তাপকে সমানুপাতিক হারে প্রশমিত করে। আদর্শ ক্লাস সূত্র: একটি আদর্শ ক্লাসে প্রক্সির সংখ্যা এবং উপস্থিত ছাত্রের সংখ্যার সমষ্টি মোট ছাত্রসংখ্যার সমান। সিজিপিএর অনিশ্চয়তা নীতিঃ ০১ সিজিপিএ ৪.০০ রাখার স্বপ্ন সময়ের বর্গের ব্যস্তানুপাতিক।

সিজিপিএর অনিশ্চয়তা নীতিঃ ০২ সিজিপিএ ইন্টারনেট ব্যান্ডউইথের বর্গের ব্যস্তানুপাতিক প্রকৃতিবিজ্ঞান সংক্রান্ত সূত্রঃ বুয়েটে পাখিদের কাক হয়ার সম্ভাবনা সম্পুর্নভাবে একটি অবর্জনশীল ঘটনা এবং তাত্ত্বিকভাবে এর মান ১। আড় চক্ষু সূত্র: প্রস্তুতি = ০ হলে ক্লাস টেস্টের মার্ক ছাত্রের চোখের কোণের সীমান্তিক মানের ওপর নির্ভর করে। ক্লাস টেস্টের জড়তার সূত্রঃ সূত্র ১: ক্লাস টেস্টের পড়া, কুইজের পড়া এবং ফাইনালের প্রস্তুতির সমষ্টির প্রান্তিক মান মস্তিক বিকৃতি অথবা ৪.০০ এর দিকে ধাবিত হয়। সূত্র ২: পরীক্ষার আগের রাতে ঘুম আসার প্রবণতা পড়ার চাপের বর্গের সমানুপাতিক, এবং এই প্রবণতা পরীক্ষায় বাশ খাওয়ার আগ পর্যন্ত প্রতিবার সুষমভাবে ক্রিয়া করে। (ইহা নিনজা সেবনের ফলাফল হিসেবে উদ্ভট মস্তিষ্কের থিসিস, কেউ যদি এটা বাস্তবের সাথে মিলাইতে চান সেটা নিতান্তই আপনার দায়দায়িত্ব।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।